World Oldest Person Died: ১১৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের প্রবীনতম মানুষ, জাপানের কেন টানাকা
World Oldest Person Died: আজ থেকে ছিল শতবর্ষ পূর্বে, ১৯২২ সালে হিডিও টানাকার (Hideo Tanaka) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেন। কেন ও হিডিও চার সন্তানের জন্ম দেন ও এক সন্তানকে দত্তক নেন।
টোকিও: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশ্বের প্রবীনতম মানুষ হিসেবে চিহ্নিত জাপানি বৃদ্ধা (Japanese woman)। ১১৯ বছর বয়সে মারা গেলেন তিনি। সোমবার স্থানীয় সূত্রে এমনই খবর মিলেছে।
মারা গেলেন কেন টানাকা
২ জানুয়ারি, ১৯০৩। জাপানের দক্ষিণ পশ্চিম ফুকুওকা অঞ্চলে (southwestern Fukuoka) জন্মগ্রহণ করেন কেন টানাকা (Kane Tanaka)। সেই বছরই সর্বপ্রথম আকাশপথে পাড়ি দেন রাইট ব্রাদার্স ও মারি কিউরি সর্বপ্রথম মহিলা হিসেবে নোবেল পুরস্কার পান।
কিছুদিন আগে পর্যন্তও শারীরিক অবস্থা বেশ ভালই ছিল কেনের। তিনি এক নার্সিং হোমে থাকতেন যেখানে নিয়মিত বিভিন্ন বোর্ড গেমস খেলতেন, অঙ্ক কষতেন। মনোরঞ্জন করতেন সোডা আর চকোলেটে।
অল্প বয়সে কেন টানাকা একাধিক ব্যবসা সামলেছেন। তাঁর নিজের একটা ন্যুডল শপ আর রাইস কেকের দোকান ছিল। আজ থেকে ছিল শতবর্ষ পূর্বে, ১৯২২ সালে হিডিও টানাকার (Hideo Tanaka) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কেন। কেন ও হিডিও চার সন্তানের জন্ম দেন ও এক সন্তানকে দত্তক নেন।
২০২১ সালের টোকিও অলিম্পিক্সে কেন চেয়েছিলেন হুইলচেয়ারে করে টর্চ রিলেতে অংশ নেবেন। কিন্তু অতিমারী সেই পরিকল্পনায় জল ঢালে।
পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ
২০১৯ সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness World Records) থেকে তাঁকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত মানুষের তকমা দেওয়া হয়। সেই সময়ে তাঁকে জিজ্ঞেস করা হয় কোনটা তাঁর সবচেয়ে আনন্দের মুহূর্ত গোটা জীবনে। কেন উত্তর দেন, 'এখন'।
তাঁর প্রতিদিনের রুটিন সেই সময়ে বলা হয়েছিল। যার মধ্যে ছিল সকাল ৬টায় ঘুম থেকে ওঠা এবং বিকেলে গণিত অধ্যয়ন এবং ক্যালিগ্রাফি অনুশীলন করা।
গিনিসে বলা হয়, 'কেনের সময় কাটানোর অন্যতম পছন্দের মুহূর্ত হচ্ছে ওথেলো গেম এবং তিনি বোর্ডগেমে এতই পারদর্শী হয়ে গেছে যে প্রায়ই বাড়ির বাকিদের হারিয়ে দেন।'
আরও পড়ুন: World Malaria Day 2022: সচেতন হলে সহজেই এড়ানো যায় এই মারণরোগ
স্থানীয় গভর্নর সেতারো হাট্টোরি, গত ১৯ এপ্রিল কেন মারা যাওয়ার পর তাঁর জীবনকে কুর্নিশ জানিয়েছেন। সোমবার তাঁর বিবৃতিতে হাট্টোরি বলেন, 'আমি খুব আশা করেছিলাম যে এবারের "রেসপেক্ট ফর দ্য এজেড ডে" (সেপ্টেম্বরের এক জাতীয় ছুটির দিন)-তে কেনের সঙ্গে উদযাপন করব ওঁর প্রিয় সোডা আর চকোলেট দিয়ে। এই খবরে ভীষণ দুঃখিত।'
বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, জাপানে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনসংখ্যা রয়েছে, যেখানে প্রায় ২৮ শতাংশ মানুষের বয়স ৬৫ বা তার বেশি। গিনিস দ্বারা স্বীকৃত এখনও পর্যন্ত সবচেয়ে বয়স্ক মানুষ এক ফরাসি মহিলা, জিন লুই ক্যালমেন্ট। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর এবং ১৬৪ দিন বয়সে মারা যান।