এক্সপ্লোর
'এবার হোক স্বাস্থ্যের স্বাধীনতা', বস্তিবাসীদের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছে দিয়ে বলছেন রুদ্রনীল
1/6

আজ থেকেই শুরু হয়েছে কাজ। রুদ্রনীল জানাচ্ছেন, এখন ৬ মাসের পরিকল্পনা রয়েছে। আপাতত নিজেরাই অর্থসংগ্রহ করে কাজ চালাচ্ছেন তাঁরা। তবে প্রয়োজন আরও সাহায্যের। কোভিড পরিস্থিতিতে দাঁড়িতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে রুদ্রনীল বলছেন, ‘এবারের স্বাধীনতা দিবসে সব মানুষ স্বাস্থ্যের স্বাধীনতা পান’।
2/6

সুরক্ষা সামগ্রীর সঙ্গে চাই সচেতনতার পাঠও। সেই ব্যবস্থাও করেছেন রুদ্রনীল। জানালেন, ‘বস্তিবাসীর মধ্যেই যারা শিক্ষিত তাঁদের নিয়ে তৈরি করা হয়েছে স্বেচ্ছাসেবকদের দল। সবাইকে সমস্ত সামগ্রীর সঠিক ব্যবহার বুঝিয়ে দেবেন তাঁরাই। আর প্রয়োজনে হাসপাতালে নিয়ে যআওয়ার জন্য জননী-র সঙ্গে যোগাযোগ করার গুরুভারও তাঁদেরই ওপর।’
Published at :
আরও দেখুন






















