সম্প্রতি বেবি বাম্প নিয়েই শাকিরার গানের তালে নাচতে দেখা যায় অনিতাকে। ভাইরাল হয় সেই ভিডিও।
3/7
প্রসঙ্গত অনিতা হাসনন্দানি সুখবর দেওয়ার পর তাঁর বেবি শাওয়ারের আয়োজন করেন একতা কাপুর (Ekta Kapoor)। যেখানে একতার পাশাপাশি করিশ্মা তান্না-সহ একাধিক টেলি তারকাকে দেখা যায়।
4/7
শুধু তাই নয়, রোহিতের সঙ্গে আলোচনা করেও তিনি মা হওয়ার সিদ্ধান্ত নেননি। আচমকাই তাঁদের জীবনে সুখবর এসে পৌঁছয় বলে জানান অনিতা।
5/7
বেশি বয়সে মা হচ্ছেন বলেই অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। তবে সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই তিনি বেশি বয়সে মা হচ্ছেন বলে জানান অনিতা।
6/7
সম্প্রতি রোহিতের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরেছেন অনিতা। তারিয়ে তারিয়ে উপভোগ করছেন প্রথমবার মা হওয়ার অনুভূতি।
7/7
অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি (Anita Hassanandani)। স্বামী রোহিত রেড্ডির সঙ্গে চেক আপ করাতে গিয়ে ক্যামেরাবন্দি অভিনেত্রী।