এক্সপ্লোর
Ajker Rashiphal (26 June, 2024) : কোন টোটকায় ব্যবসা-কর্মস্থলে সাফল্য ? হাতে টাকা আসতে পারে কাদের ? দেখুন বুধবারের রাশিফলে
Wednesday Rashifal 23 June 2024 : তুলা থেকে মীন রাশি, বুধবার কার ভাগ্যে কী আছে ?
২৬ জুন ২০২৪-এর রাশিফল
1/12

মেষ রাশি (Mesh Rashi)- বুধবার দিনটি ভাল কাটবে। চাকরিজীবীরা অফিসে খুব উদ্যমী হয়ে কাজ করবেন। যে কারণে আপনি ভাল ফল পেতে পারেন। অনিদ্রার শিকার হতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা ব্যবসাকে আরও প্রসারিত করতে ব্যবসার প্রচারে কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন। তাতে আপনার ব্যবসা আরও এগিয়ে যেতে পারে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানে শামিল হবেন।
2/12

বৃষ রাশি (Brisha Rashi)- দিনটি ঠিকঠাক কাটবে। অফিসে পেশাদারিত্বের সঙ্গে কাজ করুন এবং পরিশ্রম করা থেকে পিছু হটবেন না। বসের কথায় কিছু মনে করবেন না। তিনি উদ্বেগ থেকে আপনাকে কিছু খারাপ কথা বলে দিতে পারেন। কোনওরকম ভাইরাল সংক্রমণ হতে পারে। অযথা বেশি টাকা খরচ করবেন না। বিনোদনেও কম টাকা খরচ করলে ভাল হয়। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে সাফল্য মিলবে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
Published at : 26 Jun 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















