এক্সপ্লোর
Akshaya Tritiya : অক্ষয় হবে সমৃদ্ধি, মা লক্ষ্মী, গণেশ করবেন কৃপাবর্ষণ, জেনে নিন অক্ষয়তৃতীয়ার শুভক্ষণ
অক্ষয়তৃতীয়ার শুভক্ষণ
1/8

বৈশাখী শুক্লা তৃতীয়ার দিনটিই অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয়। ব্যবসায়ীদের কাছে অতি শুভ মুহূর্ত। নতুন হালখাতা শুরু করার দিন।
2/8

অক্ষয় তৃতীয়া৷ পাঁজি মতে, পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভদিন৷ পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে৷ সেই উপলক্ষ্যে লক্ষ্মী-গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা৷
Published at : 25 Mar 2025 03:19 PM (IST)
আরও দেখুন






















