এক্সপ্লোর
April Horoscope: এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ৫ রাশির কপালে রাজযোগ, চাকরিতে দুরন্ত অফার, ব্যবসায় সোনা ফলাবেন এঁরা
Astro Tips in April: এই যোগের শুভ প্রভাবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহটি বৃষ ও তুলা-সহ ৫ রাশির জাতকদের আয়ের দারুণ সুযোগ দেবে
মালব্য রাজযোগে মালামাল হবে এই ৫ রাশি
1/12

এই সপ্তাহটি মেষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক দিয়ে ভালো। পরিবারে কারও সাহায্যে ধন-সম্পত্তি বৃদ্ধি পেতে পারে ও আর্থিক লাভ সম্ভব। তবে কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে, মন অশান্ত থাকবে। যাত্রা সফল হবে। সপ্তাহের শেষে সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে, সুসংবাদ পেতে পারেন। ধন-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় আর্থিক লাভ হবে। সমস্ত চেষ্টা সফল হবে।
2/12

বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। চেষ্টা অনুযায়ী ইচ্ছা পূরণ করতে পারবেন। ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন, লাভ হবে। সুখ-সমৃদ্ধি বাড়বে। যাত্রার দ্বারা সাফল্য লাভ সম্ভব। যুবকদের সহযোগিতায় সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
Published at : 07 Apr 2025 10:41 AM (IST)
আরও দেখুন






















