এক্সপ্লোর
Daily Astrology: বৃহস্পতিবার কার রাশিতে শুভ ও কার রাশিতে অশুভ যোগ?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/3fa78ed42536402a4171eefd2f018b7a1673488565638214_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
আজকের রাশিফল
1/12
![ব্যবসা এবং আর্থিক পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা। পরিবারের দিকে নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। সঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত সতর্ক থাকা দরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/7d108db512f6a6a929cd0d0ad3b593e854df1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্যবসা এবং আর্থিক পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা। পরিবারের দিকে নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। সঙ্গীর কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত সতর্ক থাকা দরকার।
2/12
![নানারকম কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্ম দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন প্রোজেক্টে কাজ শুরু করতে পারেন। ব্যক্তিগত কোনও ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। বড় কোনও সমস্যা না হলেও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা দরকার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/6dfe8354f0f8d8d2fe2fde10612516362850a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নানারকম কাজে ব্যস্ত থাকতে পারেন। কর্ম দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীরা কোনও নতুন প্রোজেক্টে কাজ শুরু করতে পারেন। ব্যক্তিগত কোনও ঘটনায় আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। বড় কোনও সমস্যা না হলেও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা দরকার।
3/12
![একঘেয়ে কাজের বাইরে বেরিয়ে নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন। সন্তানের উপর কোনও বিষয়ে নির্ভর করতে হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘদিন বাদে দেখা হতে পারে। মেজাজ সঠিক নাও থাকতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। একাধিক মিটিংয়ের কারণে ব্যস্ত থাকতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/9b81ee590d27c91277ce8f36280285e3c0601.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একঘেয়ে কাজের বাইরে বেরিয়ে নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন। সন্তানের উপর কোনও বিষয়ে নির্ভর করতে হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘদিন বাদে দেখা হতে পারে। মেজাজ সঠিক নাও থাকতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা। একাধিক মিটিংয়ের কারণে ব্যস্ত থাকতে পারেন।
4/12
![অতীতের কোনও ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন। প্রেমের সম্পর্কে ফের উষ্ণতা ফিরে আসতে পারে। সঙ্গীর সঙ্গে খেলাচ্ছ্বল্লে সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কাজে মনযোগী হওয়া প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/4f8490bbdddf6ca2cd95779057e7796dd33b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অতীতের কোনও ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন। প্রেমের সম্পর্কে ফের উষ্ণতা ফিরে আসতে পারে। সঙ্গীর সঙ্গে খেলাচ্ছ্বল্লে সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা দরকার। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। কাজে মনযোগী হওয়া প্রয়োজন।
5/12
![রোজকার কাজে পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য সঠিক দিন। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। লুকোনো কোনও প্রতিভা সামনে আসতে পারে। প্রেমের সম্পর্কে একঘেয়েমি কাটাতে সঙ্গীর সঙ্গে বিশেষভাবে সময় কাটাতে পারেন। ভ্রমণের পরিকল্পনা থেকে উপহার, সম্পর্কে উষ্ণতা ফেরাতে নতুন কিছু চেষ্টা করতে পারেন। অত্যধিক খরচ হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/4cf6bbd0622ddb1f84d8ad519cbe0a80bb7f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোজকার কাজে পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য সঠিক দিন। ব্যক্তিগত জীবনে নজর দেওয়া প্রয়োজন। লুকোনো কোনও প্রতিভা সামনে আসতে পারে। প্রেমের সম্পর্কে একঘেয়েমি কাটাতে সঙ্গীর সঙ্গে বিশেষভাবে সময় কাটাতে পারেন। ভ্রমণের পরিকল্পনা থেকে উপহার, সম্পর্কে উষ্ণতা ফেরাতে নতুন কিছু চেষ্টা করতে পারেন। অত্যধিক খরচ হতে পারে।
6/12
![সঙ্গীর মনের কথা বুঝে ব্যবহার করা দরকার। জটিল পরিস্থিতি এড়িয়ে চলা প্রয়োজন। ছোটখাটো কোনও বিষয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সঞ্চয়ের কথা মাথায় রেখে তবেই খরচ করুন। পারিবারিক কোনও বিষয়ের মুখোমুখি হতে পারেন। বিবাহিত জীবনে জটিলতা বাড়তে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/b03bffd09032838a5ede8ca054f808800105d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সঙ্গীর মনের কথা বুঝে ব্যবহার করা দরকার। জটিল পরিস্থিতি এড়িয়ে চলা প্রয়োজন। ছোটখাটো কোনও বিষয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সঞ্চয়ের কথা মাথায় রেখে তবেই খরচ করুন। পারিবারিক কোনও বিষয়ের মুখোমুখি হতে পারেন। বিবাহিত জীবনে জটিলতা বাড়তে পারে।
7/12
![ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বড় কোনও দায়িত্ব নিতে হতে পারে। স্বামী - স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। ব্যস্ততার কারণে পারিবারিক কোনও সমস্যায় মন দিতে না পারায় সমস্যা বৃদ্ধির সম্ভাবনা। স্টক মার্কেটে বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। অতীতের থেকে নেওয়া শিক্ষা থেকে জটিলতা কেটে যেতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/fc9e624f188aec38d71096487227d9e521132.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বড় কোনও দায়িত্ব নিতে হতে পারে। স্বামী - স্ত্রীর মধ্যে সম্পর্কের জটিলতা বাড়তে পারে। ব্যস্ততার কারণে পারিবারিক কোনও সমস্যায় মন দিতে না পারায় সমস্যা বৃদ্ধির সম্ভাবনা। স্টক মার্কেটে বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। অতীতের থেকে নেওয়া শিক্ষা থেকে জটিলতা কেটে যেতে পারে।
8/12
![সম্পর্কের কোনও জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সমালোচনার শিকার হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। আর্থিক সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা। কেরিয়ার নিয়ে চিন্তা দেখা দিতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/1d7b6a1b2b825ea714feb7898fad6f47d347e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্পর্কের কোনও জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সমালোচনার শিকার হওয়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি। আর্থিক সমস্যা কেটে যাওয়ার সম্ভাবনা। কেরিয়ার নিয়ে চিন্তা দেখা দিতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন।
9/12
![দুপুরের পর কোনও জটিল পরিস্থিতি কেটে যেতে পারে। বিবাদ না এড়ালে বড় ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। বাক্য প্রয়োগে সংযত থাকা দরকার। মাতৃস্থানীয় কারও কাছ থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। চলাফেরায় সতর্ক না থাকলে দুর্ঘটনার আশঙ্কা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/c76bb167b227b46d2cb4a22809ddfd5caf9b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দুপুরের পর কোনও জটিল পরিস্থিতি কেটে যেতে পারে। বিবাদ না এড়ালে বড় ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা। বাক্য প্রয়োগে সংযত থাকা দরকার। মাতৃস্থানীয় কারও কাছ থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। চলাফেরায় সতর্ক না থাকলে দুর্ঘটনার আশঙ্কা।
10/12
![নতুন কাজের সুযোগ আসতে পারে। আইনি কোনও জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। আর্থিক দিক থেকে কোনও বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। আর্থিক দিক থেকে কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই শ্রেয়। বিবাদ বিতর্ক এড়িয়ে যাওয়া প্রয়োজন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/7f6635efcd293a86db7a923b2b6070f526370.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নতুন কাজের সুযোগ আসতে পারে। আইনি কোনও জটিলতা কেটে যাওয়ার সম্ভাবনা। আর্থিক দিক থেকে কোনও বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। আর্থিক দিক থেকে কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই শ্রেয়। বিবাদ বিতর্ক এড়িয়ে যাওয়া প্রয়োজন।
11/12
![পড়ুয়াদের জন্য দিনটি শুভ। যাঁরা গাড়ি কিংবা বাড়ি ক্রয় করার কথা ভাবছেন, তাঁরা আজকের দিনটি বেছে নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণে না রাখতে বিপত্তির আশঙ্কা। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাবে। বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/43d8be33dc00a33132c82adb9d0d3a54519e2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পড়ুয়াদের জন্য দিনটি শুভ। যাঁরা গাড়ি কিংবা বাড়ি ক্রয় করার কথা ভাবছেন, তাঁরা আজকের দিনটি বেছে নিতে পারেন। রাগ নিয়ন্ত্রণে না রাখতে বিপত্তির আশঙ্কা। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা ভোগাবে। বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।
12/12
![স্রোতের বিপরীতে হেঁটে প্রশংসা লাভ করতে পারেন। কোনও দুঃসংবাদ পেতে পারেন।আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে বিশেষ নজর দেওয়া দরকার। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সুনজরে পড়ায় লাভের সম্ভাবনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/1e7e10d5cf9c2ba8126d80bfe5e958dc2a467.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
স্রোতের বিপরীতে হেঁটে প্রশংসা লাভ করতে পারেন। কোনও দুঃসংবাদ পেতে পারেন।আর্থিক পরিস্থিতি এবং ব্যক্তিগত জীবনে বিশেষ নজর দেওয়া দরকার। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সুনজরে পড়ায় লাভের সম্ভাবনা।
Published at : 12 Jan 2023 07:30 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)