এক্সপ্লোর
Devi Lakshmi : মা লক্ষ্মীর কৃপা সদাসঙ্গী, এই রাশিদের অভাব বুঝতেই দেন না দেবী, দেন হাত উপুড় করে
আশীর্বাদে অকৃপণ মা লক্ষ্মী। দু হাত ভরিয়ে দেন এই রাশির জাতক জাতিকাদের ।
মা লক্ষ্মীর কৃপা সদাসঙ্গী, এই রাশিদের অভাব বুঝতেই দেন না দেবী
1/11

কয়েকটি রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর খুব প্রিয়। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য এই ব্যক্তিরা কখনও কোনও আর্থিক সংকটের মুখোমুখি হন না।
2/11

যেমন বৃষ রাশি । বৃষ রাশির জাতকরা সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেন। এই রাশির অধিপতি শুক্র যাকে ধন-সম্পত্তির কারক হিসেবে বিবেচনা করা হয়। এই রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ রয়েছে।
3/11

এই রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সর্বত্র সাফল্য লাভ করে। এই জাতকরা ব্যবসায়ও প্রচুর নাম অর্জন করে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে এই জাতকদের প্রচুর সম্পদপ্রাপ্তির যোগ তৈরি হয়
4/11

এছাড়া সিংহ রাশিও দেবী লক্ষ্মীর প্রিয় বলে বিশ্বাস করা হয়। সিংহ রাশির অধিপতি হলেন সূর্য, যাকে সকল গ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। এই রাশির জাতকরা দৃঢ়প্রতিজ্ঞ, উৎসাহী এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী।
5/11

কঠোর পরিশ্রমের মাধ্যমে, এই রাশির জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে। এই রাশির জাতকদের উপর দেবী লক্ষ্মীর অশেষ আশীর্বাদ রয়েছে এবং তাদের আর্থিক অবস্থা খুবই মজবুত থাকার সম্ভাবনা থেকে যায়।
6/11

তুলা রাশিও আছে এই তালিকায়। শুক্র হল তুলা রাশির অধিপতি। এই গ্রহকে আকর্ষণ, সম্পদ এবং সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়। তুলা রাশির জাতকদের উপর শুক্র এবং দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।
7/11

দেবী লক্ষ্মীর কৃপায় এই জাতকরা সর্বদা সুখ উপভোগ করেন। দেবী লক্ষ্মীর কৃপায় এই জাতকরা কখনও আর্থিক সংকটের সম্মুখীন হন না এবং প্রতিটি ক্ষেত্রে সফল হন।
8/11

বৃশ্চিক রাশিও মা লক্ষ্মীর প্রিয় বলে মনে করা হয়। এই রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গলকে অন্যান্য গ্রহের সেনাপতি বলা হয়। এই গ্রহকে শক্তি, সাহস, বীরত্ব, সাহসিকতার কারক হিসাবে বিবেচনা করা হয়।
9/11

দেবী লক্ষ্মী এই রাশির জাতকদের উপর খুব খুশি হন। তাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরে, এই রাশির জাতকরা খুব অল্প বয়সেই সাফল্য অর্জন করেন।
10/11

মীন রাশিও মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রাশিচক্রের মধ্যে একটি। এই রাশির জাতকদের কখনও অর্থের অভাব হয় না। এই রাশির জাতকরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করেন। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা খুবই ভালো। এই জাতকরা পৈতৃক সম্পত্তির সুবিধাও পান।
11/11

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 03 Jun 2025 09:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























