এক্সপ্লোর
Dhanteras 2023 : সৌভাগ্য কড়া নাড়বে, দূর হবে ঝঞ্ঝাট ঝামেলা, ধনতেরসে বাড়ির দরজা সাজান এমন ভাবে
Diwali 2023 : ধনতেরসে মনে রাখতে হবে বাস্তু সংক্রান্ত কিছু পরামর্শ। খুব কঠিন কিছু নয় । হাতের কাছেই থাকে সব উপাদান।
ধনতেরসে বাড়ির দরজা সাজাবেন কীভাবে
1/9

ধনত্রয়োদশী। এই তিথিতে ধন্বন্তরি, লক্ষ্মী, কুবের ও যমের পুজো করা হয়। মানুষের বিশ্বাস, এই দিন কোন ধাতব দ্রব্য কিনলে তা পরিমাণে তেরো গুণ বৃদ্ধি পায়। এই ধারণা থেকেই ধনতেরসে সোনা কেনার প্রচলন হয়েছে।
2/9

কেউ কেউ আবার মনে করেন, যে কোনও ধাতব জিনিস কিনলেই বুঝি এইদিন সৌভাগ্য আসে। এদিন বাড়িতে ধনলক্ষ্মীর আরাধনা তো করবেনই, সেই সঙ্গে মনে রাখতে হবে বাস্তু সংক্রান্ত কিছু পরামর্শ। খুব কঠিন কিছু নয় । হাতের কাছেই থাকে সব উপাদান।
Published at : 08 Nov 2023 07:45 AM (IST)
আরও দেখুন






















