এক্সপ্লোর
Astrology: আর্থিক ক্ষতি, সম্পর্কে অশান্তি ; জুন মাসে কাদের থাকতে হবে সাবধান ?
রাহু বর্তমানে মীন রাশিতে (Pisces Horoscope) অবস্থান করছে এবং শনি কুম্ভ রাশিতে।

জুনের রাশিফল
1/10

জুন মাসে রাহু ও শনির প্রকোপ দেখা যাবে। রাহু বর্তমানে মীন রাশিতে (Pisces Horoscope) অবস্থান করছে এবং শনি কুম্ভ রাশিতে। রাহু রাশিতে সর্বদা বিপরীতমুখী অবস্থায় থাকে। এবার জুন মাসে শনি গ্রহ বিপরীতমুখী হতে চলেছে। এই পরিস্থিতিতে রাহু-শনির বিপরীত গতি অনেক রাশির জন্য ঝামেলা বাড়িয়ে দিতে পারে।
2/10

মেষ রাশি (Aries Horoscope)- রাহু মীন রাশিতে রয়েছে। রাহুর অশুভ প্রভাবে মেষ রাশির জাতকদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
3/10

মেষ রাশি (Aries Horoscope)- ব্যবসায় ওঠা-নামা লেগে থাকবে। আত্মবিশ্বাস কমে যেতে পারে। ব্যবসায় ক্ষতি হতে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
4/10

কন্যা রাশি (Virgo Horoscope): রাহুর অশুভ প্রভাব আপনার মানসিক অবস্থাকে প্রভাবিত করবে। ভাল-মন্দ বুঝতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতি হতে পারে।
5/10

কন্যা রাশি (Virgo Horoscope): কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। বিচলিত মন সম্পর্কের ক্ষেত্রেও তিক্ততা সৃষ্টি করতে পারে।
6/10

ধনু রাশি (Sagittarius Horoscope)- রাহুর অশুভ প্রভাবে মন অস্থির থাকবে। সম্পর্কে অশান্তি হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির কারণে বিবাদ বাড়বে। হিসাবহীন খরচ বাড়বে যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে।
7/10

ধনু রাশি (Sagittarius Horoscope)- স্বামী-স্ত্রীর মধ্যে মতভেদ থাকবে। আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখুন। রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে গাফিলতি করবেন না।
8/10

মকর রাশি (Aquarius Horoscope)- রাহু এবং শনি উভয়েই জুনে বিপরীতমুখী থাকবে। তাদের খারাপ প্রভাবের কারণে মকর রাশির জাতকদের করা কাজ নষ্ট হয়ে যেতে পারে। মকর রাশির জাতক-জাতিকাদেরও শনির সাড়ে সাতি চলছে।
9/10

মকর রাশি (Aquarius Horoscope)- এই পরিস্থিতিতে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে ভুগতে হতে পারে। পুরনো রোগ দেখা দিতে পারে। ব্যবসায়ও ক্ষতি হতে পারে।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 31 May 2024 08:47 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
