এক্সপ্লোর
Horoscope Today: নববর্ষে উপহার পেতে পারেন, কেমন যাবে আজকের দিন ?
Poila Baisakh Astrological Prediction: কেমন যাবে বাংলা নববর্ষের প্রথম দিন ? কী বলছে আপনার রাশি ?
নববর্ষে উপহার পেতে পারেন, কেমন যাবে আজকের দিন ?
1/12

যারা সদ্য চাকরিতে যোগ দিয়েছেন, একটু সতর্ক থাকুন। বিবাদে জড়াতে পারেন। ত্বকের সমস্যায় পড়তে পারেন। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারের কেউ আপনার উপরে রেগে গেলে, ঠান্ডা মাথায় বোঝান। সমস্যা মিটবে। পয়লাবৈশাখে আত্মীয়দের বাড়ি যেতে পারেন। মন ভাল হবে।
2/12

নববর্ষের প্রথম দিন আপনার ভাল যাবে। কোনও কাজে উত্তেজনা বাড়তে দেবেন না। হয়তো একবারের কাজ একাধিকবারে সম্পূর্ণ করতে হতে পারে। আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্য নিয়ে দ্রুত সতর্ক হওয়া উচিত। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জনসংযোগে মন দিতে হবে। জনসাধারণের সেবার মাধ্যমেই আপনার সুনাম হবে। সকলের সমস্যার কথা মন দিয়ে শুনুন। সমাধানের চেষ্টা করুন। মন ভাল থাকবে। সন্তানদের নিয়ে সন্তুষ্ট থাকবেন।
3/12

কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও ঝুঁকিপূর্ণ কাজে হাফিয়ে উঠতে পারেন। বিরক্তি আসতে পারে। আপনার শরীর-স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। সাবধানে চলাফেরা করুন। গ্রাহককে সমানভাবে দেখলেই ব্যবসায় উন্নতি করতে পারবেন। আপনার ব্যবহারে ত্রুটি থাকলে, ব্যবসায় ক্ষতি হতে পারে। বাড়ি হোক, কিংবা বাইরে, বুঝে কথা বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন।
4/12

রবিবার ভাল কাটবে আপনার। কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। তবে সমাধানও মিলবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নিন। মশলাদার খাবার এড়িয়ে যান। ব্যবসায়ীরা কাজ বাড়িয়ে তোলার চেষ্টা করুন। মোটের উপর পয়লা বৈশাখ ভালই কাটবে আপনার।
5/12

কর্মক্ষেত্রে কোম্পানির প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে বেছে নেওয়া হতে পারে।স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। ব্যবসায়, আপনার বিরোধীরা সক্রিয় হয়ে উঠতে পারে। আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। তাই ব্যবসার প্রতি একটু সতর্ক থাকুন। নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন। আজ জন্মদিন বা বিবাহবার্ষিকী হলে মন মুগ্ধকর উপহার পাবেন। বাংলা নববর্ষের প্রথম দিনটি ভালই যাবে।
6/12

কঠোর পরিশ্রমের দাম পাবেন। শীর্ষ কর্তারা আপনার প্রশংসা করতে পারেন। পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার শরীর ভাল থাকবে। ব্যবসায়ীদের একটু কষ্ট হবে আজ। খাটনি বেশি হবে। তবে কঠোর পরিশ্রমেই ভাল ফল পাবেন। শিক্ষার্থীদের মন পড়াশোনা থেকে সরতে পারে। অন্য কাজেও আগ্রহ বাড়বে। তাই অভিভাবকরা নজরে রাখুন। কোনও বিষয়ে চিন্তা বাড়তে পারে।
7/12

কম্পিউটারের সঙ্গে যুক্ত কাজে কর্মরত ? এখুনি তথ্য বা ডেটা সুরক্ষিত করুন। নইলে ডেটা নষ্ট হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। শীর্ষ অফিসারদের কাছে তিরস্কৃত হতে পারেন আজ। একটু বুঝে এগোন। কিডনির রোগ থাকলে, সময় মতো ওষুধ নিন। সই করার আগে নথিগুলি ভাল করে মিলিয়ে নিন। নইলে ঠকতে হবে। মা-বাবা-পরিবারের গুরুজনদের সম্মান করুন। তাঁদের আশীর্বাদ পেলেই জীবনে সাফল্য আসবে।
8/12

পয়লা বৈশাখ ভাল যাবে। বিদেশি কোম্পানি থেকে চাকরির সুযোগ আসতে পারে। বড় বেতনের সম্ভাবনা রয়েছে। স্পন্ডেলাইটিস থাকলে আগাম সতর্ক হন। যোগাসনে কষ্ট কমবে। ব্যবসায়ীরা সরকারি কর নিয়ে গড়িমসি করবেন না। নির্ধারিত তারিখের আগেই ট্যাক্স মেটানোর চেষ্টা করুন। নইলে সরকারি অফিসারেরা এসে আপনার ব্যবসার লাইসেন্স বাতিল করতে পারেন। এতে আরও সমস্যা বাড়বে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে আরও মনোযোগী হওয়া উচিত।
9/12

আজ থেকে আপনার দায়িত্বের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায়ীদের জন্য আজ ঝামেলার আশঙ্কা রয়েছে। গ্রাহকদের থেকে অভিযোগ শুনতে হতে পারে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকুন। অ্যালার্জি থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
10/12

ভাল যাবে বাংলা নববর্ষের প্রথম দিন। মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ মিটিংয়ের সম্ভাবনা রয়েছে। শরীর-স্বাস্থ্য ভাল যাবে। তবে অযথা টেনশন করবেন না। নইলে মনখারাপের দরুণ শরীরে প্রভাব পড়তে পারে। অংশীদারি ব্যবসায় বুঝে এগোন। বাড়িতে পোষ্যর প্রতি যত্ন নিন।
11/12

আজ উপার্জনের কিছুটা অংশ ব্যয় হবে। ব্যবসায়ীরা আর্থিক সাহায্য পাবেন। অংশীদারি ব্যবসায় সাফল্যের পরিমাণ বেশি থাকবে। পড়াশোনার জন্যও একটু খরচের সম্ভাবনা রয়েছে।বুঝে খাবার খান। না হলে ত্বকের সমস্যায় ভুগতে পারেন মহিলারা। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না।
12/12

কর্মক্ষেত্রে সহকর্মীদের নিয়ে ভুল ধারণা হতে পারে আপনার। তাঁদের দিক থেকে বোঝার চেষ্টা করুন, দেখবেন সমস্যা মিটে যাবে। দাঁতের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে। ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। পয়লাবৈশাখ ভাল কাটাবেন। দম্পতিদের জন্য ভালই যাবে দিনটি। পরিবারের কারও কথার কারণে মন-মেজাজ খারাপ হতে পারে। ঝামেলা হতে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে চলুন।
Published at : 14 Apr 2024 07:00 AM (IST)
View More
Advertisement
Advertisement






















