মেষ- আজ মন কোনও কারণে বিচলিত থাকতে পারে। কিন্তু কারোর সমর্থন আপনার পক্ষে সঞ্জীবনীর কাজ করতে পারে। আর্থিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখুন। দেখানোর জন্য খরচ করা উচিত নয়। পার্লার, বুটিকের ব্যবসা শুরুর উপযুক্ত সময়। স্বাস্থ্যের দিকে থেকে ক্ষুধামান্দ্যর মতো সমস্যা দেখা যেতে পারে। সেজন্য হালকা খাবার খান। সপরিবারে ঈশ্বরের আরাধনা করুন।
2/12
বৃষ- আজ কোনও মুশকিল কাজও সহজে সম্পন্ন করতে পারবেন। গ্রহের স্থিতি এক্ষেত্রে আপনার সহায়ক। চাকরিজীবীদের নতুন প্রোজেক্টে কাজ করার ভালো সুযোগ মিলবে। প্ল্যাস্টিক ব্যবসায়ীদের লাভের সুযোগ। বিদ্যার্থীরা শিক্ষকের নির্দেশ পালন করে চলুন।
3/12
আজ মনে ভক্তিভাব থাকবে। দেবীর আরাধনা করুন। সামাজিক-মানসম্মান বাড়ার সম্ভাবনা। অফিসে যাঁরা এর কথা অন্যের কানে তোলে, তাঁদের এড়িয়ে চলুন। তরুণ ও পড়ুয়াদের জন্য দিনটি স্বাভাবিক। স্বাস্থ্যে কোনও সমস্যা দেখা গিল গাফিলতি করবেন না। সপরিবারে পুজো অর্চনা করুন।।
4/12
কর্কট- আজ মন্দির সাফ-সুতরো করার ভার নিজের কাঁধে তুলে নিন। পুজোপাঠ করে দিনের শুরু করুন। অচেনা লোকজন সম্পর্কে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ লগ্নি থেকে বিরত থাকতে হবে। চাকরিতে উন্নতির সম্ভাবনা। ব্যবসায় শর্টকার্টের চেষ্টা বিপাকে ফেলতে পারে। সেজন্য জিনিসপত্রের গুণমানের দিকে খেয়াল রাখতে হবে। তরুণদের সংযত আচরণ করতে হবে। আচমকা রাগ হলে নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনও সুসংবাদ আসতে পারে।
5/12
সিংহ-আজ সপরিবারে পুজো-অর্চনা করুন। ফলপ্রসাদ সবাইকে বিলি করুন। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনও প্রোজেক্টের কাজের ব্যাপারে টিমওয়ার্ক প্রয়োজন। ব্যবসায়ীরা তাঁদের উৎপাদন ও পণ্যে সম্পর্কে প্রচারে কোনও খামতি দেবেন না। স্বাস্থ্যর দিক থেকে বাইরের খাবার এড়িয়ে চলুন। বেশি করে জল খান। বাড়ি বা ঘর কিনতে চাইলে বাবার পরামর্শ লাভজনক হবে।
6/12
কন্যা-একই ভুলের পুণরাবৃত্তি এড়িয়ে চলুন। কর্মস্থল বা ব্যবসা ভবিষ্যতের পরিস্থিতি আপনার বিপরীতে যেতে পারে। কোনও ধরনের জেদ আঁকড়ে থাকবেন না। এতে আপনার সম্পর্কে প্রভাব পড়তে পারে। সরকারি চাকরিরতদের পক্ষে দিনটি কঠিন হবে। সেজন্য ধৈর্য্য অবলম্বন করতে হবে। ব্যবসায়ীরা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। তরুণরা মায়ের পরামর্শ শুনে চলুন। বাড়িতে মন্দির ফুল দিয়ে সাজান।
7/12
তুলা- আজকের দিন সাফল্যে ভরপুর থাকবে। সারাদিন হাসিখুশিতে কাটবে। সম্ভব হলে দরিদ্রদের ভোজন করান। আয়ের নতুন পথ খুলবে। অফিসিয়াল কাজ সময়েই সম্পূর্ণ হবে। পৈতৃক ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা। তরুণদের কেরিয়ারে নতুন দিশা দেখা দিতে পারে। পড়ুয়ারা গুরুজনদের কথা মেনে চলুন।
8/12
বৃশ্চিক- আজ ছোটখাটো ব্যাপারে অত্যধিক চিন্তাভাবনা এড়িয়ে চলুন। নাহলে অন্য কারুর প্রতি ভরসাও করতে পারবেন না, অথবা অন্য কেউ আপনার প্রতি ভরসা রাখতে পারবেন না। কাজকর্মে আজ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পারে। কিন্তু আত্মবিশ্বাস ও নিষ্ঠার কারণে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন। জীবনসঙ্গীর কথাবার্তা অবহেলা করবেন না। দেবীর আরাধনা করুন।
9/12
ধনু-পুজোর্চনা দিয়ে দিন শুরু করুন। দীর্ঘদিন ভাবনাচিন্তা করছেন, এমন কোনও কাজ আজ সম্পূর্ণ হতে পারে। চাকরির খোঁজ করছেন তো আজ ভালো অফার মিলতে পারে। ব্যবসায়ীদের অংশীদারিত্বের কাজে ভালো লাভ হবে। তরুণরা প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। মহামারী থেকে সতর্ক থাকুন।
10/12
মকর-আজ নেতিবাচক ভাবনা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে সাফল্য আসবে। কাজকর্মে সক্রিয়তা বজায় রাখুন। স্বাস্থ্যের ক্ষেত্রে অ্যালার্জি সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন থাকুন। বাবা-মার সান্নিধ্যে থাকুন। বাড়ি থেকে বেরোতে হলে তাঁদের প্রণাম করে বেরোন।
11/12
কুম্ভ- আজ বিগত দিনের কিছু কড়া কথাবার্তার কারণে মনের ক্ষোভ ভুলে এগোতে হবে। কর্মস্থলেও সহযোগিতার মানসিকতা বজায় রাখুন। অফিসের কাজে প্রচুর পরিশ্রম করতে হতে পারে। ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো যাবে। তরুণদের সাফল্যের ভালো সময়। ধৈর্য্য ও ইতিবাচক মানসিকতায় ভরসা রাখতে হবে।
12/12
মীন- আজকের দিনটি নিজের লোকজনের সঙ্গে একযোগে কাজের সময়। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। অফিসে সহকর্মীদের সহযোগিতা করতে হতে পারে। কেমিক্যাল ও ওযুধের ব্যবসায়ীদের পক্ষে দিনটি ভালো। তরুণরা বড়দের পরামর্শ মেনে চলুন। চোখের কোনও সমস্যা দেখা দিলে অবহেলা করবেন না।