এক্সপ্লোর
Shani Dev: ২০২৫ সালে এই রাশিগুলিকে সমস্যায় ফেলবে শনিদেব, শুরু হবে সাড়ে সাতি ও ধাইয়া
শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে বিরাজ করছেন।

শনি দেব (AI Image)
1/10

শনিকে সমস্ত গ্রহের মধ্যে ধীরতম গ্রহ বলে মনে করা হয়। ন্যায়ের দেবতা শনিদেব প্রতি আড়াই বছরে তাঁর রাশি পরিবর্তন করেন।
2/10

শনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে বিরাজ করছেন। ২০২৫ সালের ২৯ মার্চ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। শনি আগামী আড়াই বছর এই রাশিতেই অবস্থান করবেন।
3/10

তার মানে শনিদেব ৩ জুন, ২০২৭ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন।
4/10

২০২৫ সালে ২৯ মার্চের পরে কর্কট এবং বৃশ্চিক রাশির জাতকরা শনির প্রভাব থেকে মুক্তি পাবেন।
5/10

এর পর সিংহ ও ধনু রাশিতে শুরু হবে শনি ধাইয়া। শনির ধাইয়া আড়াই বছর স্থায়ী হয়।
6/10

মীন রাশিতে শুরু হবে শনির সাড়ে সাতির প্রথম পর্ব। যার কারণে মীন রাশির মানুষদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
7/10

এছাড়াও, কুম্ভ এবং মেষ রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি দ্বারা প্রভাবিত হবে।
8/10

শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হয়ে যায়। ২০২৫ সালে সিংহ, ধনু, কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের সাবধান ও সতর্ক থাকতে হবে।
9/10

মনে করা হয় যে, প্রত্যেক মানুষের জীবনে একবার অবশ্যই শনির সাড়ে সাতি ও ধাইয়া আসে।
10/10

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
Published at : 21 Jun 2024 01:14 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
