এক্সপ্লোর
Hero Xtreme 125R: ফের 'হিরো'গিরি ! প্রকাশ্যে হিরো এক্সট্রিমের লুক, কেমন ফিচার্স, কত দাম ?
Hero Motocorp: মাত্র ৫.৯ সেকেন্ডের মধ্যেই এই গাড়িতে ৬০ কিমি প্রতি ঘণ্টায় বেগ ওঠে। হিরো এক্সট্রিমের লুক চমকে দেবে আপনাকেও। জানেন এর কী ফিচার্স ?
ছবি- হিরো এক্সট্রিম
1/8

হিরো মাভেরিক ৪৪০ মডেলের পর এবার হিরো আনতে চলেছে আরও একটি অভিনব মডেল Hero Xtreme 125R। ১২৫ সিসির বাইকের দুনিয়ায় তাক লাগাবে এই মডেল। নতুন ইঞ্জিনের ব্যাপারে কথা বলা দরকার ঠিকই, কিন্তু এর যে লুক তা সবার আগে নজর কাড়ে। ছবি- নিজস্ব
2/8

অনেকটাই প্রিমিয়াম লুক এনে দিয়েছে হিরো এক্সট্রিম। আকারেও বেড়েছে বেশ খানিকটা। হিরোর অন্য মডেলের তুলনায় একেবারেই আলাদা। ১২৫ সিসির গাড়ির থেকে এর আকার বেশ অনেকটাই বড় দেখায়। ছবি- নিজস্ব
Published at : 27 Jan 2024 07:34 PM (IST)
আরও দেখুন






















