এক্সপ্লোর
Maruti Suzuki Dzire 2024: প্রকাশ্যে এল মারুতির নতুন ডিজায়ার, ছবিতে রইল সব নজরকাড়া বিবরণ
Maruti Suzuki : নতুন ডিজায়ারের ভিতরে রয়েছে একটি 9 ইঞ্চি টাচস্ক্রিন যার সঙ্গে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে প্লাস কানেকটেড কার টেকনোলজি
নজরকাড়া ডিজাইন নিয়ে এল ডিজায়ার, কত দেবে মাইলেজ ?
1/9

মারুতি সুজুকি সুইফট বাজারে আসার পর থেকেই ডিজায়ারের অপেক্ষায় ছিলেন ক্রেতারা। এবার প্রকাশ্যে এল চতুর্থ প্রজন্মের Maruti Suzuki Dzire-এর ছবি। এটি নতুন প্রজন্মের সুইফট হ্যাচব্যাকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
2/9

নতুন প্রজন্মের ডিজায়ারের দৈর্ঘ্য আগের মতোই 4 মিটারের নীচে রাখা হয়েছে। নতুন গ্রিল সহ ক্রিস্টাল এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে এই ডিজায়ারে। একটি নতুন ডিজাইন রয়েছে গাড়িতে। যা আগের থেকে অনেকটাই আলাদা।
Published at : 06 Nov 2024 06:55 PM (IST)
আরও দেখুন






















