এক্সপ্লোর
Maruti Upcoming Car: মারুতির এই গাড়ি নিয়ে বাড়ছে কৌতূহল, কবে আসবে জিমনি ?
Maruti Upcoming Car: বিদেশের পর এবার দেশের বাজারে অফরোডার জিমনি নিয়ে আসছে মারুতি। বাজারে লঞ্চের আগেই গাড়ি নিয়ে শুরু হয়েছে জল্পনা।
Maruti Jimny
1/9

বিদেশের পর এবার দেশের বাজারে অফরোডার জিমনি নিয়ে আসছে মারুতি। বাজারে লঞ্চের আগেই গাড়ি নিয়ে শুরু হয়েছে জল্পনা। মহিন্দ্রা থারের বিকল্প হিসাবে গাড়িকে দেখছে কোম্পানি।
2/9

দেশের অভ্যন্তরীণ গাড়ির বাজারে Maruti Jimny SUV তৈরি হলেও তা ভারতে বিক্রি হয় না। বিদেশে রফতানি করা হয় মারুতি সুজুকি। বর্তমানে যে মডেলটি রফতানি করা হয়, তা একটি তিন দরজার SUV৷
Published at : 14 Sep 2022 11:44 PM (IST)
আরও দেখুন






















