এক্সপ্লোর
Rolls Royce EV: সাড়ে সাত কোটির ইভি ! চমকে দেবে রোলস রয়েসের এই নতুন মডেল
Rolls Royce Spectre: ভারতে প্রথম লাক্সারি ইভি নিয়ে নিয়ে এল রোলস রয়েস। আর এটাই ইভির দুনিয়ায় এখনও পর্যন্ত সবথেকে দামি গাড়ি হতে চলেছে। এর দাম শুরু হবে ৭.৫ কোটি থেকে।
ছবি- রোলস রয়েস স্পেকটার
1/8

ভারতে প্রথম লাক্সারি ইভি নিয়ে নিয়ে এল রোলস রয়েস। আর এটাই ইভির দুনিয়ায় এখনও পর্যন্ত সবথেকে দামি গাড়ি হতে চলেছে। এর দাম শুরু হবে ৭.৫ কোটি থেকে। ব্রিটিশ লাক্সারি মার্কের আদলে রোলস রয়েস স্পেকটার মূলত ইভির ভবিষ্যতের বাজারকে হাতের মুঠোয় আনতে চাইছে। এর সঙ্গে থাকছে টু-ডোর কনফিগারেশন। ছবি- রোলস রয়েস
2/8

তবে কিছু কিছু জায়গায়, রোলস রয়েস ডিজাইনের আদলে তৈরি হলেও 'দ্য স্পেকটার'-এ ইভির সঙ্গে মানানসই বেশ কিছু স্টাইলিংয়ে পরিবর্তন আসবে বলে জানা গিয়েছে। গাড়ির আকার অনেকটাই এয়ারোডায়নামিক, যা কিনা অপটিমাম রেঞ্জের একটি ইভির জন্য খুবই দরকার। ছবি- রোলস রয়েস
Published at : 20 Jan 2024 12:42 PM (IST)
আরও দেখুন






















