এক্সপ্লোর
MG M9 MPV : এমজির এই গাড়ি আসলে লিমোজিন এমপিভি, জেনে নিন এই ৫টি বিষয়
JSW MG Motor India তাদের বিশাল M9 বিলাসবহুল MPV বাজারে আনতে চলেছে। এখানে রইল MG Select পোর্টফোলিও থেকে জানার ৫টি বিষয়।
MG M9 MPV মানে বিলাসিতার অন্য নাম
1/5

MG M9 এর দৈর্ঘ্য ৫২০০ এমএম ও প্রস্থ ২০০০ এমএম। এই গাড়ির হুইলবেস ৩২০০ এমএম। M9 এর স্প্লিট লাইটিং ডিজাইন রয়েছে, যার মধ্যে রয়েছে স্লিম DRL। M9 এছাড়াও ১৯ ইঞ্চি চাকা পাবে। পিছনের দিকেও কানেকটেড টেললাইট সেট-আপ রয়েছে।
2/5

M9-এ পাবেন ইললেকট্রিক্যালি অ্যাডজাসটেড রেয়ার ডোর, যা পিছনের সিটে ফোকাস থাকাকালীন স্লাইড করে খুলে যায়। পিছনের দিকে ক্যাপ্টেন সিট কনফিগারেশন রয়েছে, যাকে এখানে প্রেসিডেন্সিয়াল সিটও বলা হয়। এই আসনগুলি হিটিং, কুলিং, ম্যাসাজ এবং ভাঁজ করা অটোমান ডিজাইন সহ আসে।
Published at : 03 Jul 2025 07:58 PM (IST)
আরও দেখুন






















