এক্সপ্লোর
Offroader SUV: 'জল-কাদা জলভাত' ! যেকোনও বাধা টপকাতে পারে এই এসইউভিগুলি
RangeRover Defender
1/8

ভারী বৃষ্টিতে জলমগ্ন দেশেরবহু এলাকা। প্লাবিত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা। সেখানে সহজেই জল-কাদার বাধা টপকে এগিয়ে চলেছে কিছু এসইউভি। দেখে নিন, মহিন্দ্রা, টয়োটার মতো বড় এসইউভির মধ্যে কে আসলে সেরা ?
2/8

গাড়ির চালকরা ভালভাবেই জানেন,বেশিরভাগ এসইউভি বেশি জল ঠেলে রাস্তায় চলতে পারে না। হাতেগোনা মাত্র কয়েকটি এই কাজ করতে পারে। এখানে আমরা আপনাকে টপ-5 এসইউভি সম্পর্কে বলব, যেগুলি বেশি জলে চলতে সক্ষম। এখানে এটিও লক্ষণীয় যে জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই এসইউভিগুলি অনেক সতর্কতা অবলম্বন করে।
Published at : 17 Jul 2023 12:18 PM (IST)
আরও দেখুন






















