এক্সপ্লোর
Toyota Car: ১৩ লাখেই পাবেন টয়োটার এই নতুন ভার্সন ! পাওয়ারট্রেন, মাইলেজ কত উন্নত ?
Toyota Urban Cruiser Taisor: এতদিন পর্যন্ত টয়োটা রেঞ্জের মধ্যে হাইরাইডার গাড়িটিই সবথেকে বেশি সাশ্রয়ী এবং জনপ্রিয় এসইউভি ছিল, তবে এবার এসে গিয়েছে টয়োটার আর্বান ক্রুজার টেইসর।

ছবি সৌজন্য- নিজস্ব
1/10

এতদিন পর্যন্ত টয়োটা রেঞ্জের মধ্যে হাইরাইডার গাড়িটিই সবথেকে বেশি সাশ্রয়ী এবং জনপ্রিয় এসইউভি ছিল, তবে এবার এসে গিয়েছে টয়োটার আর্বান ক্রুজার টেইসর। ছবি- নিজস্ব
2/10

হানিকম্ব গ্রিল, নতুন ডিআরএল সিগনেচার হেডল্যাম্প, ১৬ ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয়, কানেক্টেড টেইল ল্যাম্প ইত্যাদি জুড়ে যাওয়ায় টয়োটার এই গাড়ির লুক অনেকটাই বদলে গিয়েছে। ছবি- নিজস্ব
3/10

মূলত মারুতি ফ্রঙ্কসের ফেসলিফট ভার্সন বা টয়োটা ভার্সন বলা চলে এই টয়োটা আর্বান ক্রুজার টেইসর গাড়িটিকে। ছবি- নিজস্ব
4/10

এতে ফিচার্সের মধ্যে পাওয়া যাবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্লাইমেট কনট্রোল, ৬টা এয়ারব্যাগ, ৯ ইঞ্চির টাচস্ক্রিন, আরকামাইজের ৬ স্পিডার অডিয়ো সিস্টেম ইত্যাদি। ছবি- নিজস্ব
5/10

এছাড়া থাকছে গাড়িতে ইঞ্জিন পুশ স্টার্ট স্টপ সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে, টয়োটা আই-কানেক্ট সিস্টেমের মত অত্যাধুনিক ফিচার্স। ছবি- নিজস্ব
6/10

টয়োটার আর্বান ক্রুজার টেইসরে কোনও সানরুফ থাকছে না, থাকছে না কোনও কুলড সিট। লেগরুম দুর্দান্ত, তাঁর সঙ্গে গাড়ির ভিতরে স্পেসও যথেষ্ট। ৩০৮ লিটারের বুট স্পেস থাকছে এই গাড়িতে। ছবি- নিজস্ব
7/10

ইঞ্জিনের বিকল্পের কথা বলতে গেলে ১.২ লিটার টার্বো পেট্রল, এএমটি ৫ স্পিডের এমটি তার সঙ্গে সিএনজি অপশন, ১.০ লিটারের টার্বো পেট্রল, ৬ স্পিডের টর্ক কনভার্টার, ৫ স্পিড ম্যানুয়াল রয়েছে টয়োটার আর্বান ক্রুজার টেইসরে। ছবি- নিজস্ব
8/10

এই টেইসরের মডেলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভাল। গাড়ির ইঞ্জিনের দক্ষতাও যথেষ্ট ভাল। মাইলেজের প্রসঙ্গে বলতে হলে এই গাড়িতে এক লিটার তেলে ১৫ কিমি পর্যন্ত যাওয়া যায়। ছবি- নিজস্ব
9/10

এই ভার্সনের টার্বো পেট্রল মডেলটিতে একইসঙ্গে পারফরম্যান্স এবং ফুয়েল এফিসিয়েন্সি চূড়ান্ত ভাল অবস্থায় রয়েছে বলা চলে। ছবি- নিজস্ব
10/10

গাড়ির দাম মাত্র ১৩ লাখ টাকা। ১.২ লিটার পেট্রোলের ভার্সন এই দামেই পাওয়া যাবে। এই গাড়িতে টার্বো পেট্রোলের দাম খানিক বেশি। ছবি- নিজস্ব
Published at : 04 Jun 2024 04:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
