এক্সপ্লোর
Aadhaar data leak: আপনার আধার, পাসপোর্টের তথ্য় বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে, কত কোটিতে জানেন ?
Cyber Fraud
1/9

Cyber Fraud: 'গোপন কথাটি রবে না গোপনে'! আপনার-আমার আধার সহ (Aadhaar Card) গুরুত্বপূর্ণ তথ্য় চলে গিয়েছে প্রতারকদের হাতে। ফলে অনলাইনে আর্থিক জালিয়াতির(Cyber Crime) মুখোমুখি হতে পারেন আপনি। সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে আমেরিকা ভিত্তিক সাইবার নিরাপত্তা (Cyber Security সংস্থা রিসিকিউরিটি (Resecurity)।
2/9

সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, প্রায় 815 মিলিয়ন বা 81.5 কোটি ভারতবাসীর ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নাম, ফোন নম্বর, ঠিকানা, আধার, পাসপোর্টের তথ্য সহ ডেটা অনলাইনে বিক্রির জন্য দিয়েছে হ্যাকাররা।
Published at : 01 Nov 2023 12:43 PM (IST)
আরও দেখুন






















