এক্সপ্লোর
PAN-Aadhaar Link না করলেও সমস্যা হবে না এদের, কারা পড়ছেন তালিকায় ?
Pan_Aadhaar_link.
1/10

PAN-AADHAAR Link News: আর মাত্র কয়েকটা দিন। ৩১ মার্চ প্যান-আধার লিঙ্কের (PAN-AADHAAR Link) শেষ তারিখ। এর মধ্যেই দুই কার্ড লিঙ্ক করাতে বলেছে সরকার। PAN-Aadhaar Link-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিছু ব্যক্তিকে। জেনে নিন, কারা রয়েছে সেই তালিকায়।
2/10

আয়কর আইনের 1961 ধারার 139AA ধারা অনুসারে, প্যান ও আধার লিঙ্ক করতে হবে। অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে আর্থিক কাজ। সেই ক্ষেত্রে নতুন ডেবিট/ক্রেডিট কার্ডের অ্যাক্সেস থেকে বঞ্চিত হবেন আপনি। এখানেই শেষ নয়, ৫০,০০০ টাকার বেশি FD করতে গেলে হবে সমস্যা। যদিও কিছু এলাকার মানুষকে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
3/10

সরকারি নিয়মে বলা হয়েছে, যাদের কাছে আধার কার্ড বা এর এনরোলমেন্ট আইডি নেই, তারা এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন।মেঘালয়, জম্মু ও কাশ্মীর, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চলের 80 বছর বা তার বেশি বয়সি বাসিন্দাদেরএই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।
4/10

যারা ভারতের নাগরিক নন, তাদেরও প্যান-আধার লিঙ্ক করা থেকে ছাড় দেওয়া হয়েছে। অনাবাসী ভারতীয়দের আয়কর আইন 1961 অনুযায়ী এই নিয়ম থেকে অব্যাহতি দিয়েছে সরকার।
5/10

PAN Card Update: আয়কর আইন 1961-এর 139AA ধারা অনুযায়ী, ৩১ মার্চ ২০২২-এর মধ্যে PAN-এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক৷ এর আগে কোভিডকালে মহামারীর কারণে আধার-প্যান লিঙ্ক করার তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২১ থেকে ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। সেই অনুযায়ী গ্রাহকদের সতর্ক করতে নিজেদের ওয়েবসাইট ছাড়াও ট্যুইট করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
6/10

Aadhaar-PAN linking: প্যান-আধার লিঙ্ক আছে কিনা জানতে এইভাবে পরীক্ষা করুন 1) প্রথমে আয়কর বিভাগের অফিশিয়াল সাইটে যান — www.incometax.gov.in। 2) এবার Quick Links অপশনে ক্লিক করুন। সেখানে, আপনি 'লিঙ্ক আধার স্ট্যাটাস' চেক করার একটি অপশন পাবেন। আপনাকে ওখানে ক্লিক করতে হবে।
7/10

3) এরপরে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে একটি নতুন স্ক্রিন দেখতে পাবেন। এখানে আপনাকে আপনার প্যান ও আধার নম্বর লিখতে হবে।
8/10

4) একবার আপনি বিশদে সব পূরণ করলে 'ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস'-এ ক্লিক করুন। 5) আপনার আধার-প্যানের স্থিতি এবার পেজে দেখতে পাবেন ।
9/10

তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বাদে বাকিদের অবশ্যই করতে হবে আধার-প্যান লিঙ্ক। ৩১ মার্চের মধ্যেই করতে হবে এই কাজ।
10/10

অন্যথায় ইন্যাক্টিভ হয়ে যাবে তাদের প্যান কার্ড। করতে পারবেন না স্বাভাবিক ব্যাঙ্কের কাজগুলি। এমনকী জরিমানার মুখে পড়তে হতে পারে আপনাকে।
Published at : 31 Mar 2022 03:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
