এক্সপ্লোর
PAN-Aadhaar Link না করলেও সমস্যা হবে না এদের, কারা পড়ছেন তালিকায় ?
Pan_Aadhaar_link.
1/10

PAN-AADHAAR Link News: আর মাত্র কয়েকটা দিন। ৩১ মার্চ প্যান-আধার লিঙ্কের (PAN-AADHAAR Link) শেষ তারিখ। এর মধ্যেই দুই কার্ড লিঙ্ক করাতে বলেছে সরকার। PAN-Aadhaar Link-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে কিছু ব্যক্তিকে। জেনে নিন, কারা রয়েছে সেই তালিকায়।
2/10

আয়কর আইনের 1961 ধারার 139AA ধারা অনুসারে, প্যান ও আধার লিঙ্ক করতে হবে। অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে আর্থিক কাজ। সেই ক্ষেত্রে নতুন ডেবিট/ক্রেডিট কার্ডের অ্যাক্সেস থেকে বঞ্চিত হবেন আপনি। এখানেই শেষ নয়, ৫০,০০০ টাকার বেশি FD করতে গেলে হবে সমস্যা। যদিও কিছু এলাকার মানুষকে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Published at : 31 Mar 2022 03:34 AM (IST)
আরও দেখুন






















