এক্সপ্লোর
PPF Account: পিপিএফে অ্যাকাউন্ট আছে ? প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এই কাজ করলে লাভবান হবেন
Public Provident Fund:

ছবি প্রতীকী । সৌজন্য- ফ্রিপিক
1/10

২০২৪-২৫ অর্থবর্ষ শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। নতুন বছরের জন্য আর্থিক পরিকল্পনা করার এটাই ভাল সময়। কেউ যদি পরের বছরের জন্য কর বাঁচাতে চান, তাহলে পিপিএফে বিনিয়োগ করতেই পারেন। ছবি- ফ্রিপিক
2/10

পিপিএফে বিনিয়োগের মাধ্যমে করও বাঁচে আবার উচ্চ সুদের হার পাওয়া যায়। তবে এই বিনিয়োগের ক্ষেত্রে ৫ এপ্রিল তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। ছবি- ফ্রিপিক
3/10

এই ৫ এপ্রিলের মধ্যে এই কাজ না করলে খানিক ক্ষতিই হবে আপনার। প্রতি অর্থবর্ষের শুরুতে আপনি যদি পিপিএফে এককালীন কিছু টাকা রাখেন ৫ এপ্রিলের মধ্যে, তাহলে লাভবান হবেন। ছবি- ফ্রিপিক
4/10

এক্ষেত্রে আপনি সর্বোচ্চ সুদের হারের সুবিধে পাবেন। কারণ পিপিএফ অ্যাকাউন্টে সুদ গণনা হয় প্রতি মাসের ৫ তারিখে। ছবি- ফ্রিপিক
5/10

তাই প্রতি অর্থবর্ষের শুরুতে ৫ এপ্রিলের মধ্যে এককালীন কিছু টাকা পিপিএফে রাখলে পুরো মাসের সুদটাই পাবেন আপনি। ছবি- ফ্রিপিক
6/10

বর্তমানে পিপিএফে কেন্দ্র সরকার সুদের হার নির্ধারণ করেছে ৭.১ শতাংশ। তবে এই সম্পূর্ণ সুদের সুবিধে পাওয়া যাবে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে জমা করলে। ছবি- ফ্রিপিক
7/10

কেউ যদি ৫ তারিখের পরে টাকা জমা করেন অ্যাকাউন্টে, তাহলে ৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে অ্যাকাউন্টের সর্বনিম্ন ব্যালান্সের উপর সুদ গণনা হবে। ছবি- ফ্রিপিক
8/10

পিপিএফ ক্যালকুলেটর বলছে, আপনি যদি এই নতুন অর্থবর্ষের শুরুতে ৫ এপ্রিলের মধ্যে এককালীন ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, একইভাবে এই বিনিয়োগ চালান টানা ১৫ বছর তাহলে আপনি পাবেন ১৮.১৮ লক্ষ টাকা। ছবি- ফ্রিপিক
9/10

আর যদি প্রতি মাসের ৫ তারিখের পরে পিপিএফে বিনিয়োগ করলে ১৫ বছরে আপনার একই বিনিয়োগ হবে ১৭.৯৫ লক্ষ টাকা। অর্থাৎ ১৫ বছরে ২৩,১৮৮ টাকা সুদ কম পাবে আপনি। ছবি- ফ্রিপিক
10/10

পিপিএফে বিনিয়োগে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধেও পাওয়া যায়। ছবি- ফ্রিপিক
Published at : 04 Apr 2024 03:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
