এক্সপ্লোর
Covid booster shots: বুস্টার ডোজ নিতে মানতেই হবে এই নিয়ম, কীভাবে পাবেন থার্ড ভ্যাক্সিন ?
Covid booster shots
1/8

Precaution Dose: চিন্তা বাড়াচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বুস্টার ডোজের (Covid booster shots) কথা বলেছে সরকার। স্বাস্থ্য-কর্মী (healthcare), frontline workers ছাড়াও কো-মর্বিডিটি রয়েছে এমন প্রবীণ নাগরিকদের আগে দেওয়া হচ্ছে এই সতর্কতামূলক টিকা। জেনে নিন কীভাবে বুক করবেন বুস্টার ডোজ্ ?
2/8

তৃতীয় কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। নিয়ম মেনেই নিতে হবে এই কোভি়ড টিকা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, আগে দুটি টিকা গ্রহণের সময় টিকা গ্রহণকারীরা যে ভ্যাক্সিন নিয়েছেন তৃতীয় ডোজের সময়েও সেই ভ্যাকিসন নিতে হবে। কেউ যদি আগের দুটি ডোজের ক্ষেত্রে কোভিশিল্ড নিয়ে থাকেন তাহলে তৃতীয় ভ্যাক্সিনের ক্ষেত্রে টিকাগ্রহণকারীদের একই ভ্যাক্সিন নিতে হবে।
Published at : 23 Jan 2022 11:38 PM (IST)
আরও দেখুন






















