এক্সপ্লোর
IRCTC Tatkal App : তৎকাল টিকিট নিশ্চিত হবে আরও তাড়াতাড়ি, মেনে চলুন এই নিয়ম
IRCTC Tatkal App
1/7

IRCTC Update: আগের থেকে অনেকটাই বদলে গেল অ্যাপ। তৎকাল টিকিট নিশ্চিত করার বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল(INdian Railway)। এখন ট্রেনে তৎকাল টিকিট পাওয়া আগের চেয়ে সহজ হবে।
2/7

IRCTC তার পুরোনো অ্যাপে অনেক পরিবর্তন করেছে। IRCTC-এর এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও এমপির মানুষকে অনেকটাই স্বস্তি দেবে। এখন রেলে ভ্রমণকারীদের ট্রেনে কোটা খুঁজতে হবে না। IRCTC এই অ্যাপটিকে Confirm Ticket নামে দেখিয়েছে। তৎকাল কোটার অধীনে আসন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এই অ্যাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখন বিভিন্ন ট্রেনের নম্বর লিখে তৎকাল কোটা থেকে আসন খুঁজতে হবে না।
Published at : 22 Feb 2022 11:55 PM (IST)
আরও দেখুন





















