এক্সপ্লোর
Holi 2025: দোলে রঙের বেলুন অন্যকে ছুঁড়ে মারেন ? এই ধারায় হতে পারে জেল, জরিমানাও !
Holi Celebrations 2025: আবার অনেকেই বেলুনে রঙ ভরে তা অন্যদের গায়ে ছুঁড়ে মারেন। অজানা অচেনা লোকের গায়েও রঙের বেলুন ছোঁড়ার রীতি রয়েছে অনেকের মধ্যে। জানেন কি এর জন্য আপনার জেলও হতে পারে ?

রঙের বেলুন ছোঁড়ার সাজা জানেন ?
1/8

রঙের উৎসব বলা হয় হোলিকে। পিচকারিতে রঙ ভরে একে অপরের গায়ে ছুঁড়ে দেওয়ার মজা উপভোগ করেন অনেকেই।
2/8

আবার অনেকেই বেলুনে রঙ ভরে তা অন্যদের গায়ে ছুঁড়ে মারেন। অজানা অচেনা লোকের গায়েও রঙের বেলুন ছোঁড়ার রীতি রয়েছে অনেকের মধ্যে।
3/8

কিন্তু জানেন কি এই কাজের জন্য আপনার জেলও হতে পারে ! হতে পারে বড় অঙ্কের জরিমানাও ! কী রয়েছে আইনে ?
4/8

অচেনা লোকের গায়ে রঙের বেলুন ছোঁড়ার কারণে আপনার নামে মামলা দায়ের হতে পারে ভারতীয় দণ্ডবিধির ১২০ (১) ধারার অধীনে।
5/8

এই ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার দায়ে আপনার এক বছর পর্যন্ত জেলও হতে পারে। আবার ১০ হাজার টাকার জরিমানাও হতে পারে।
6/8

এছাড়াও অচেনা লোকের গায়ে রঙের বেলুন ছোঁড়ার কারণে আপনার নামে ২৭০, ২৯২, ২৯৩ ধারায় মামলা দায়ের হতে পারে।
7/8

আর ২৯২ ধারার অধীনে আপনার এই কাজের জন্য আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
8/8

কোনও মহিলার গায়ে বেলুন ছুঁড়লে ৭৪ নং ধারায় শালীনতা ভঙ্গের অপরাধে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে আপনার।
Published at : 13 Mar 2025 11:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
খবর
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
