এক্সপ্লোর
LIC Tips: হাতে নগদ দরকার? এখানে আপনার কোনও পাওনা জমে নেই তো? দেখবেন কীভাবে?
LIC Unclaimed Amount: অনেকেই বিমার মেয়াদ পূরণের পর অথবা কোনও দুর্ঘটনা ঘটলে বিমাকৃত অর্থ নিতে ভুলে যান। অথবা তাঁদের আত্মীয় সেই সময়ে বিমান বিষয়ে জানতেও পারেন না
নিজস্ব চিত্র
1/10

অনেকেই বিনিয়োগ এবং সুরক্ষা দুটোই একসঙ্গে পেতে ভরসা করেন জীবনবিমার উপর। রিটার্নের সঙ্গেই স্থায়িত্ব এবং পরিবারের সুরক্ষা পেতে বহুকাল থেকেই ভরসাযোগ্য
2/10

LIC-থেকে বহুলোকই বিমা কেনেন। অনেকেই কিন্তু এই বিমার মেয়াদ পূরণের পর অথবা কোনও দুর্ঘটনা ঘটলে বিমাকৃত অর্থ নিতে ভুলে যান। অথবা তাঁদের আত্মীয় সেই সময়ে বিমান বিষয়ে জানতেও পারেন না।
Published at : 09 Feb 2024 09:12 AM (IST)
Tags :
LICআরও দেখুন






















