এক্সপ্লোর
LIC Tips: হাতে নগদ দরকার? এখানে আপনার কোনও পাওনা জমে নেই তো? দেখবেন কীভাবে?
LIC Unclaimed Amount: অনেকেই বিমার মেয়াদ পূরণের পর অথবা কোনও দুর্ঘটনা ঘটলে বিমাকৃত অর্থ নিতে ভুলে যান। অথবা তাঁদের আত্মীয় সেই সময়ে বিমান বিষয়ে জানতেও পারেন না

নিজস্ব চিত্র
1/10

অনেকেই বিনিয়োগ এবং সুরক্ষা দুটোই একসঙ্গে পেতে ভরসা করেন জীবনবিমার উপর। রিটার্নের সঙ্গেই স্থায়িত্ব এবং পরিবারের সুরক্ষা পেতে বহুকাল থেকেই ভরসাযোগ্য
2/10

LIC-থেকে বহুলোকই বিমা কেনেন। অনেকেই কিন্তু এই বিমার মেয়াদ পূরণের পর অথবা কোনও দুর্ঘটনা ঘটলে বিমাকৃত অর্থ নিতে ভুলে যান। অথবা তাঁদের আত্মীয় সেই সময়ে বিমান বিষয়ে জানতেও পারেন না।
3/10

ডেথ ক্লেম, ম্যাচুরিটি ক্লেম, সার্ভাইভাল বেনিফিট- এগুলো অনেকসময় না তোলা হলে তা আনক্লেইমড ফান্ড হিসেবে গণ্য হয়ে থাকে। প্রিমিয়ামের রিফান্ডও হতে পারে এই তালিকায়।
4/10

যে কোনও বিমা করানো ব্যক্তি বা তাঁর নমিনি সহজেই খুঁজে বের করতে পারেন এমন কোনও অদাবিকৃত বা আনক্লেইমড অর্থরাশি বিমা সংস্থার কাছে জমা রয়েছে কিনা।
5/10

LIC- বা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের ক্ষেত্রে এমন পড়ে থাকা দাবি না হওয়া অর্থের খোঁজ বাড়ি বসেই পাওয়া যায়। কীভাবে মিলবে সেই খোঁজ?
6/10

প্রথমেই যেতে হবে https://licindia.in/web/guest - এখানে। এবার কাস্টমার সার্ভিস ড্রপবক্স খুলে ক্লিক করতে হবে Unclaimed Amounts of Policyholders-এ
7/10

এবার একটি পেজ খুলবে সেখানে পলিসি নম্বর. বিমাকৃত ব্যক্তির নাম, তাঁর জন্মতারিখ এবং PAN দিতে হবে
8/10

সব তথ্য গুছিয়ে দেওয়ার পরে আরও একবার ভাল করে চেক করে নিয়ে নীচেই থাকা সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
9/10

যদি সেই পলিসিতে কোনও আনক্লেইমড বা অদাবিকৃত অর্থরাশি থাকে যা বিমা সংস্থার কাছে পড়ে রয়েছে, তা দেখিয়ে দেওয়া হবে। নিয়ম মেনে নথি জমা দিয়ে KYC করে সেই অর্থরাশি মিলবে
10/10

যাবতীয় প্রক্রিয়া ও নিয়ম মেনে আবেদন করতে হবে। বিমা সংস্থার থেকে ওই টাকা নির্দিষ্ট কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যেই লেনদেন হবে।
Published at : 09 Feb 2024 09:12 AM (IST)
Tags :
LICআরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
