এক্সপ্লোর
LIC Policy: LIC পলিসি সারেন্ডার করবেন? হাতে কী কী নথি রাখবেন?
LIC Policy Surrender: পলিসি সারেন্ডার করার বিষয়টি বেশ কিছুটা শর্ত মেনে তবেই করা যায়।
নিজস্ব চিত্র
1/10

শুধু বিনিয়োগ নয়, জীবন ও পরিবারের সুরক্ষার জন্য় খুবই গুরুত্বপূর্ণ জীবনবিমা। কখনও এককালীন বিনিয়োগ কখনও মাসিক বা ত্রৈমাসিক বিনিয়োগে মাধ্যমে বিমার প্রিমিয়াম দেওয়া যায়।
2/10

এই বিনিয়োগ সাধারণত দীর্ঘমেয়াদি হয়ে থাকে। ফলে অনেকসময়েই নানা কারণে পুরো সময়ের জন্য প্রিমিয়াম দেওয়া সম্ভব হয় না। যদি কখনও আর্থিক অসুবিধা বা অন্য কোনও সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে বন্ধ করে দিতে হয় বিমা।
Published at : 11 Aug 2023 12:00 PM (IST)
আরও দেখুন






















