এক্সপ্লোর
Tax Saving Tips: স্থায়ী রিটার্নের সঙ্গে কর সাশ্রয়! এখানে বিনিয়োগ করলে আর কী কী সুবিধা?
PPF Return: বিনিয়োগের জন্য় নানা সুযোগ রয়েছে। বেশি রিটার্নের হাতছানি বহু জায়গায় রইলেও মধ্য়বিত্তের মাথায় থাকে আমানতের সুরক্ষার চিন্তাও। সেই কারণেই অনেকেই ভরসা করেন PPF-এ।

নিজস্ব চিত্র
1/10

নতুন বছর শুরু হয়ে এখন দ্বিতীয় মাস চলছে। আর এখন চলছে ২০২৩-২৪ আর্থিক বছর। প্রায় শেষ পর্যায়ে রয়েছে এই অর্থবর্ষ। এই সময় অনেকের মাথায় থাকে বিনিয়োগের চিন্তা। ছবি: Pexels, Unsplash, Getty
2/10

এই সময়ে, কর সাশ্রয় নিয়েও অনেকে ভাবনাচিন্তা করে থাকে। ফলে কর বাঁচানোর জন্য প্রয়োজনীয় বিনিয়োগগুলি করে ফেলার কর জন্য বেশি সময় হাতে নেই। ছবি: Pexels, Unsplash, Getty
3/10

ঠিকমতো পরিকল্পনা করলে নানা ধরনের স্কিমে বিনিয়োগ করতে পারেন আপনি। কোনওটা রিটার্ন দিতে পারে, কোনওটা আবার নিশ্চয়তা দিতে পারে। বিনিয়োগের মাধ্যমে অনেকেই আয়কর বাঁচানোর কাজও করেন। ছবি: Pexels, Unsplash, Getty
4/10

বিনিয়োগের অপশন নিয়ে যখন আলোচনা হয়। তখন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড বন্ড, সরকারি বন্ডের সঙ্গেই ঘুরে-ফিরে আসে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নাম। ছবি: Pexels, Unsplash, Getty
5/10

এটি সঞ্চয়ের এমন একটি জায়গা যেখানে ভাল রিটার্ন রয়েছে। তারই সঙ্গে রয়েছে ট্যাক্স বাঁচানোর সুবিধা। আর আরও একটি বিষয়ের জন্য PPF-অনেকেরই পছন্দ। আমানতের সুরক্ষা এখানে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি। তাই সেই অর্থে রিটার্ন কম হলেও PPF-এর চাহিদা রয়েছে। ছবি: Pexels, Unsplash, Getty
6/10

একবারে ১৫ বছরের জন্য পিপিএফ-এ বিনিয়োগ করা যায়। বিনিয়োগকারীরা প্রতি বছর ৫০০ টাকা থেকে দেড় লক্ষ টাকা জমা করার সুযোগ পান। এই জমা রাশির উপর সুদ পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। এক জন একটিই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ছবি: Pexels, Unsplash, Getty
7/10

যদি কোনও দম্পতির এক সন্তান থাকেন, সেই সন্তানের জন্য একজন অভিভাবক PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। ২জনে আলাদা করে একই সন্তানের জন্য PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ছবি: Pexels, Unsplash, Getty
8/10

কেন্দ্রীয় সরকার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ কত থাকবে তার সিদ্ধান্ত নেয়। প্রতিটি ত্রৈমাসিকে এই হার নতুন করে রিভিউ করা হয়। ২০২৩-২৪ আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে পিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশ রয়েছে। ছবি: Pexels, Unsplash, Getty
9/10

এক জন ব্যক্তি আয়করের ৮০সি ধারার অধীনে পিপিএফ-এ বিনিয়োগের উপর বার্ষিক নির্দিষ্ট পরিমাণ কর ছাড় পেতে পারেন। কর ছাড়, সঞ্চয় এবং রিটার্নের এমন 'কম্বো' খুব কম ক্ষেত্রেই দেখা যায়। ছবি: Pexels, Unsplash, Getty
10/10

PPF ক্যালকুলেটর অনুসারে, আপনি যদি ১৫ বছরের জন্য প্রতি বছর দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন, তাহলে আপনি এখনকার সুদ অনুসারে ম্যাচুরিটিতে প্রায় ৪১ লক্ষ টাকা পাবেন। এতে বিনিয়োগের পরিমাণ হবে ২২.৫০ লক্ষ টাকা, বাকিটা তার উপর সুদ। ছবি: Pexels, Unsplash, Getty
Published at : 11 Feb 2024 07:11 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
