এক্সপ্লোর
UAN Mobile Link: EPF UAN-এ কীভাবে লিঙ্ক হবে মোবাইল নম্বর? দেখে নিন এক ঝলকে
EPF Facts: UAN-এ জুড়বেন মোবাইল নম্বর? কোন কোন ধাপে?

নিজস্ব চিত্র
1/10

যাঁরা চাকরিজীবী এবং যাঁদের EPF UAN নম্বর রয়েছে, তাঁরা সহজেই নিজেদের মোবাইল নম্বরের সঙ্গে সেটি যোগ করতে পারেন
2/10

লগ্নি হিসেবে অত্যন্ত ভাল জায়গা EPF. বাধ্যতামূলক ভাবে এইখানে টাকা জমানো যায়। এর সুদের হারও ভাল
3/10

বারবার চাকরি বদল করলে আলাদা আলাদা PF অ্যাকাউন্ট হয়। তাই সবকটি অ্যাকাউন্ট সামলে রাখতে সমস্যা হয়।
4/10

এই সমস্যার সুবিধার জন্যই UAN বা Universal Account Number আনা হয়।
5/10

UAN মেম্বার পোর্টালে যেতে হবে প্রথমে। সেখানে UAN অ্যাকাউন্টে লগইন করতে হবে।
6/10

এরপর Manage সেকশনে গিয়ে Contact Details-অপশনে যেতে হবে।
7/10

যদি আগে থেকে মোবাইল নম্বর লিঙ্ক থাকে, সেটা বদল করা যাবে। নয়তো নম্বর লিঙ্ক করা যাবে
8/10

নম্বর দেওয়ার পরে ওই মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেটা পোটার্লে দিতে হবে।
9/10

নম্বর লিঙ্ক হয়ে গেলে একটি মেসেজও আসবে।
10/10

অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে হলে EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে।
Published at : 29 Oct 2023 09:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
