এক্সপ্লোর
Income Tax: আয়করের আওতায় পড়েন না, তবুও ITR জমা করলে কী সুবিধে জানেন ?
ITR Filing:

ছবি প্রতীকী। সৌজন্য- পিটিআই
1/10

২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ITR ফাইল জমা করার সময় এসে গিয়েছে। আপনি কোনও চাকরি করলে, সেই বেতন আয়করের আওতায় পড়লে ITR ফাইল করা আবশ্যিক। ছবি- পিটিআই
2/10

কিন্তু যে সমস্ত ব্যক্তির আয় করযোগ্য নয়, অর্থাৎ আয়করের আওতায় পড়ে না, তাঁদের ক্ষেত্রেও ITR জমা করলে অনেক সুবিধা পাওয়া যায়। ছবি- পিটিআই
3/10

আইটিআর জমা করার নথিটি আপনার পরিচয়পত্র বা প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে উল্লিখিত ঠিকানাটি বৈধ ঠিকানার মর্যাদা পায়। ছবি- পিটিআই
4/10

আয়ের প্রমাণ হিসেবে অনেক সময়ই কাজে লাগে এই আইটিআরের নথি। আয়ের সমস্ত বিবরণ এখানেই নথিবদ্ধ করা আছে। ছবি- পিটিআই
5/10

যে সমস্ত সংস্থা ১০ শতাংশ টিডিএস কেটে নিয়ে কর্মীদের বেতন দেয়, তাঁদের ক্ষেত্রে আয় যদি আয়কর সীমার বাইরে থাকে তাঁদের ITR ফাইল করা দরকার। ছবি- পিটিআই
6/10

টিডিএস যেখানে কেটেছে, সেখানে আইটিআর ফাইল জমা করলে সম্পূর্ণ অর্থবর্ষের কেটে নেওয়া টিডিএস ফেরত পাওয়া যায়। ছবি- পিটিআই
7/10

ব্যাঙ্ক থেকে যে কোনও রকম ঋণ নেওয়ার জন্য আয়ের প্রমাণ হিসেবে কাজ করে আইটিআর ফাইল। ছবি- পিটিআই
8/10

গাড়ির ঋণ বা বাড়ির জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কের পক্ষ থেকে বিগত ২ বছরের আইটিআর ফাইল চাওয়া হয়। ছবি- পিটিআই
9/10

এই আইটিআর ফাইল জমা করলে তবেই ব্যাঙ্ক বুঝতে পারে যে এই ব্যক্তি ঋণ পরিশোধ করতে সক্ষম হবে কিনা। ছবি- পিটিআই
10/10

প্রতি অর্থবর্ষের শেষে আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে নিয়মিত আইটিআর ফাইল জমা করতে হয় প্রত্যেক করদাতা নাগরিককে। এই আইটিআর ফাইল জমা করলে তবেই ব্যাঙ্ক বুঝতে পারে যে এই ব্যক্তি ঋণ পরিশোধ করতে সক্ষম হবে কিনা। ছবি- পিটিআই
Published at : 07 May 2024 04:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
