এক্সপ্লোর
Railway Rules: রাতের ট্রেনে সফর করছেন ? এই নিয়মগুলি না মানলেই হবে মোটা জরিমানা
Indian Railway Rules: কেউ কেউ কেবল রাতের বেলাতেই ট্রেন চড়েন গন্তব্যে পৌঁছানোর জন্য। তবে রাতের ট্রেনে চড়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রেলওয়ের, জানেন কি ?

ট্রেনে রাতে যাওয়ার সময় কী কী করতে পারবেন না আপনি ?
1/9

ভারতে ট্রেনে চড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে থাকেন। কেউ কেউ স্বল্প দূরত্বে যাতায়াত করেন আবার কেউ যান দূরপাল্লার ট্রেন ধরে।
2/9

কেউ কেউ কেবল রাতের বেলাতেই ট্রেন চড়েন গন্তব্যে পৌঁছানোর জন্য। তবে রাতের ট্রেনে চড়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে রেলওয়ের, জানেন কি ?
3/9

আপনি যদি ট্রেনে করে রাতের বেলা ভ্রমণ করেন, তাহলে এই নিয়মগুলি আপনাকে মেনে চলতেই হবে। নাহলে বড় জরিমানা বা সাজা হতে পারে।
4/9

রাতের বেলা ফোনে চিৎকার করে কথা বলা যাবে না। এটা আইনবিরুদ্ধ। এমনকী ফোনে লাউডস্পিকারও ব্যবহার করতে পারবেন না।
5/9

রাত্রে কামরায় জোরে জোরে গান বাজানো দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ে। নাইট লাইট ছাড়া রাত্রে আপনাকে সমস্ত আলো নিভিয়ে দিতে হবে।
6/9

মিডল বার্থে কেউ টিকিট পেলে তিনি যদি রাত ১০টার পরে শুতে চান, তাহলে লোয়ার বার্থে বসে থাকা যাত্রীদের তাঁকে শোয়ার ব্যবস্থা করতে সহায়তা করতে হবে।
7/9

লোয়ার বার্থের যাত্রীরা কোনওভাবেই তাঁকে বাধা দিতে পারবেন না বা তাঁকে শোয়ার ব্যবস্থা করাতে বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না।
8/9

রাতে কোনও টিকিট পরীক্ষক রাত দশটার পরে টিকিট পরীক্ষা করতে পারবেন না আপনার। তবে কেউ যদি রাত দশটার পরে ট্রেনে ওঠেন তাহলে তাঁর টিকিট পরীক্ষা করতে পারেন টিটিই।
9/9

রাতে ভ্রমণের সময় অনলাইন অর্ডার করে খাবার খাওয়া নিরাপদ নয়। এর জন্য সন্ধেবেলা আগে থেকে অর্ডার দিয়ে রাখলে ভাল হয়।
Published at : 01 Apr 2025 03:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
