এক্সপ্লোর
LIC Policy: রোজ ৪৫ টাকা বাঁচিয়ে পেয়ে যাবেন ২৫ লক্ষ টাকা, জীবন বদলে দিতে পারে LIC-র এই স্কিম
কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। কেউ কোনো সরকারি প্রকল্পে বিনিয়োগ করেন। কেউ আবার তাঁর টাকা ব্যাঙ্কে জমা করেন।

ফাইল ছবি
1/10

সঞ্চয় প্রত্যেকের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কখন হঠাৎ করে টাকার প্রয়োজন হবে তা বলা যায় না।
2/10

সেজন্য যদি আপনার সঞ্চয়ের পরিমাণ ভাল থাকে তাহলে খারাপ সময়েও চিন্তা করতে হবে না। অনেকে সঞ্চয়ের লক্ষ্য নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন।
3/10

কেউ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন। কেউ কোনো সরকারি প্রকল্পে বিনিয়োগ করেন। কেউ আবার তাঁর টাকা ব্যাঙ্কে জমা করেন।
4/10

মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। চলুন জেনে নেওয়া যাক, বিনিয়োগের জন্য LIC-এর একটি ভাল স্কিম সম্পর্কে।
5/10

LIC-এর এই পলিসির নাম জীবন আনন্দ পলিসি। এতে বিনিয়োগ করে আপনি ভাল পরিমাণে টাকা জমাতে পারবেন।
6/10

LIC-এর জীবন আনন্দ পলিসিতে প্রতিদিন ৪৫ টাকা করে বাঁচিয়ে ২৫ লক্ষ টাকা পর্যন্ত সংগ্রহ করতে পারেন।
7/10

LIC-এর জীবন আনন্দ পলিসি একটি টার্ম প্ল্যানের মতো। তার মানে, আপনার পলিসি যত বেশি সময় থাকবে, তত বেশি প্রিমিয়াম দিতে হবে। আপনি যদি এই স্কিমে ১৩৫৯ টাকা জমা দেন, তাহলে আপনাকে প্রতি দিন ৪৫ টাকা সঞ্চয়ের খাতায় রাখতে হবে।
8/10

প্রতি মাসে ১৩৫৯ টাকা হারে, এক বছরে ১৬,৩০০ টাকা জমা হবে। অর্থাৎ আপনি যদি এটি ৩৫ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে আপনি এই স্কিমে মোট ৫,৭০,৫০০ টাকা বিনিয়োগ করবেন। পলিসি অনুসারে, আপনার মূল বিমা পরিমাণ হবে ৫ লক্ষ টাকা।
9/10

মেয়াদপূর্তির পর, ৮.৫ লক্ষ টাকার রিভিশনারি বোনাস এবং ১১.১৫ লক্ষ টাকার চূড়ান্ত বোনাস এতে যোগ করা হবে। ৩৫ বছর পর মোট হবে ২৫ লক্ষ।
10/10

এই নীতিতে আপনাকে কমপক্ষে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের সর্বোচ্চ সীমা ৩৫ বছর পর্যন্ত। এছাড়াও আপনি পলিসিতে আরও পরিপক্কতার সুবিধা পাবেন। এতে আপনি ন্যূনতম ৬.২৫ লাখ টাকা পর্যন্ত রিস্ক কভার পাবেন যা ৩০ লাখ টাকা পর্যন্ত যেতে পারে। এই নীতিতে আপনি চার ধরনের রাইডার পাবেন। যার মধ্যে রয়েছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার, নিউ টার্ম ইন্স্যুরেন্স রাইডার এবং নিউ ক্রিটিক্যাল বেনিফিট রাইডার। অর্থাৎ পলিসি ধারক মারা গেলে, মনোনীত ব্যক্তিকে পলিসির ১২৫ শতাংশ মৃত্যু-সুবিধা দেওয়া হবে।
Published at : 07 Oct 2024 12:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
