এক্সপ্লোর
Insurance: বিমার দাবি আদায়ের ক্ষেত্রে পলিসিহোল্ডার এবং নমিনি উভয়ের মৃত্যু হলে কে পাবেন টাকা ? কী রয়েছে নিয়ম ?
Insurance Policy Rule: পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমার কভারেজের টাকা যেন তাঁর নমিনিরা পান, সেই জন্যই এই ব্যবস্থা করা রয়েছে। কিন্তু নমিনিরও মৃত্যু হলে কী হবে ?
বিমার এই নিয়ম জানেন কি ?
1/9

বিমা পলিসি নেওয়ার সময়ে বেশিরভাগ মানুষ তাদের স্ত্রী-সন্তান বা বাবা-মায়ের নাম মনোনীত করে নমিনি হিসেবে যার স্বাভাবিক উদ্দেশ্য হল তাদের বিমার কভারেজ তাঁর অনুপস্থিতিতে যেন পরিবার পায়।
2/9

পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমার কভারেজের টাকা যেন তাঁর নমিনিরা পান, সেই জন্যই এই ব্যবস্থা করা রয়েছে।
Published at : 21 Jun 2025 04:25 PM (IST)
আরও দেখুন






















