এক্সপ্লোর
Insurance: বিমার দাবি আদায়ের ক্ষেত্রে পলিসিহোল্ডার এবং নমিনি উভয়ের মৃত্যু হলে কে পাবেন টাকা ? কী রয়েছে নিয়ম ?
Insurance Policy Rule: পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমার কভারেজের টাকা যেন তাঁর নমিনিরা পান, সেই জন্যই এই ব্যবস্থা করা রয়েছে। কিন্তু নমিনিরও মৃত্যু হলে কী হবে ?
বিমার এই নিয়ম জানেন কি ?
1/9

বিমা পলিসি নেওয়ার সময়ে বেশিরভাগ মানুষ তাদের স্ত্রী-সন্তান বা বাবা-মায়ের নাম মনোনীত করে নমিনি হিসেবে যার স্বাভাবিক উদ্দেশ্য হল তাদের বিমার কভারেজ তাঁর অনুপস্থিতিতে যেন পরিবার পায়।
2/9

পলিসিহোল্ডারের মৃত্যু হলে সেই বিমার কভারেজের টাকা যেন তাঁর নমিনিরা পান, সেই জন্যই এই ব্যবস্থা করা রয়েছে।
3/9

তবে কখনও কখনও দেখা যায় যে পলিসিহোল্ডারের সঙ্গে সঙ্গে নমিনিরও মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে সেই বিমার কভারেজের টাকা কে পাবেন তা নিয়ে সমস্যা দেখা দেয়।
4/9

তবে বিমার ক্ষেত্রে এই সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য স্পষ্ট নিয়ম রয়েছে। অনেক সময় এমন দুঃখজনক সড়ক দুর্ঘটনার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে পরিবারগুলি একসঙ্গে একাধিক সদস্যকে হারান।
5/9

ফলে সেই পরিস্থিতিতে কীভাবে বিমার ক্লেম করা যাবে ? আর এই বিমার প্রথম অধিকার কে পাবে ?
6/9

ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে যদি পলিসিহোল্ডার এবং নমিনি উভয়ের মৃত্যু হয়, তাহলে বিমা সংস্থা মনে করবে যে পলিসিহোল্ডারের পরেই নমিনির মৃত্যু হয়েছে।
7/9

সেইক্ষেত্রে নমিনির আইনি উত্তরাধিকারী যারা হবেন তাদের হাতেই বর্তাবে বিমার দাবির টাকা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বিমা সংস্থার নিয়মের উপরে।
8/9

এই আইনি উত্তরাধিকারীদের মধ্যে আছেন, স্ত্রী বা স্বামী, সন্তান এবং বাবা-মা। যদি কোনও উইল করা থাকে এবং সেখানে কোনও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ থাকে তাহলে তাঁর হাতেই বিমা কভারেজের টাকা তুলে দেওয়া হবে।
9/9

যদি পলিসিহোল্ডারদের কোনও নিকট আত্মীয় না থাকেন, বা ক্লাস ওয়ান বা ক্লাস টু অনুসারে আত্মীয় না থাকেন তাহলে সেই বিমার টাকা সরকারের কাছে জমা করা হবে।
Published at : 21 Jun 2025 04:25 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















