এক্সপ্লোর
NPS Vatsalya Scheme: মাসে ৮৩৪ টাকা করে জমান, আপনার সন্তান পাবে ১১ কোটি ! এই সরকারি স্কিম দিচ্ছে সুযোগ
Govt Scheme for Children: এই স্কিমের অধীনে আপনার টাকা সরকারি সিকিউরিটি, ডেট, বন্ড এবং শেয়ার বাজার মিলিয়ে বিনিয়োগ করা হয় ঝুঁকির মাত্রার ভিত্তিতে।
শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত করুন সরকারি এই স্কিমে
1/9

বছরে আপনার সন্তানের নামে ১০ হাজার টাকা করে জমা করলেই আপনার সন্তান পেয়ে যাবে ১১ কোটি টাকা। এই সরকারি স্কিম দিচ্ছে সুযোগ।
2/9

এই স্কিমের অধীনে আপনার টাকা সরকারি সিকিউরিটি, ডেট, বন্ড এবং শেয়ার বাজার মিলিয়ে বিনিয়োগ করা হয় ঝুঁকির মাত্রার ভিত্তিতে।
3/9

গত বছর সেপ্টেম্বর মাসে এই স্কিম চালু করেছিল মোদি সরকার, এর মাধ্যমে ১৮ বছরের কম বয়সী সন্তানদের জন্য টাকা জমাতে পারেন তাঁর বাবা-মায়েরা।
4/9

বছরে ন্যূনতম ১০০০ টাকা করে জমা করতে হবে এই স্কিমে। উর্ধ্বসীমা কিছু ধার্য করা নেই। স্কিমের নাম এনপিএস বাৎসল্য।
5/9

সন্তানের ১৮ বছর বয়স হলেই এই স্কিম বদলে যাবে সাধারণ এনপিএস স্কিমে। নিজের হিসেব অনুসারে বিনিয়োগ করতে পারবেন বাবা-মায়েরা।
6/9

এই স্কিমে কেউ যদি বছরে ১০ হাজার টাকা অর্থাৎ মাসিক ৮৩৪ টাকা করে জমান সন্তানের জন্মের পর থেকে, তাহলে ১০ শতাংশ রিটার্ন পেলে সন্তানের ১৮ বছর বয়সেই আপনি পাবেন ৫.৪ লক্ষ টাকা।
7/9

এই টাকা না তুলে ৬০ বছর অবধি বিনিয়োগ চালিয়ে গেলে এই স্কিম থেকেই আপনার সন্তান তাঁর অবসরের সময় পাবে ২.৭৫ কোটি টাকা।
8/9

অন্যদিকে একই বিনিয়োগে ১১.৫৯ শতাংশ রিটার্ন এলে ১৮ বছর বয়সে মিলবে ৬.৭ লক্ষ টাকা আর ৬০ বছর বয়সে মিলবে ৫.৯৭ কোটি টাকা।
9/9

সবশেষে অ্যাগ্রেসিভ মোডে বিনিয়োগ করলে ১২.৮৬ শতাংশ রিটার্ন এলে সন্তানের ৬০ বছর বয়সে রিটার্ন হবে ১১.০৫ কোটি টাকা।
Published at : 12 Aug 2025 10:31 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















