এক্সপ্লোর
PAN-Aadhaar Card: মৃত ব্যক্তির আধার-প্যান নিয়ে কী করেছেন ? এই কাজগুলি না করলে বিপদ !
PAN- Aadhaar Card
1/9

প্যান-আধার কার্ড আজ আর কেবল ভোটের কাজে ব্যবহৃত হয় এমনটা নয়। বর্তমানে যেকোনও গুরুত্বপূর্ণ কাজের প্রামাণ্য দলিল হিসাবে লাগে প্যান ও আধার কার্ড।
2/9

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, সম্পত্তি কিনতে, বাচ্চাদের স্কুল, কলেজে ভর্তির জন্য এই দুই নথি কাজে লাগে।
3/9

একজন ব্যক্তির মৃত্যুর পরে এই নথিগুলির কী করা উচিত তা আমরা ভেবে দেখি না। যার সুযোগ নেয় কিছু অসাধু লোক। এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে দেখা গিয়েছে মৃত ব্যক্তির আধার ও প্যান ব্যবহার করে সাইবার জালিয়াতি বা ব্যাঙ্ক জালিয়াতি করেছে প্রতারকরা।
4/9

এই পরিস্থিতিতে আধার ও প্যান কার্ডের যত্ন নেওয়ার দায়িত্ব মৃত ব্যক্তির আত্মীয়ের। জেনে নিন, মৃত ব্যক্তির আধার ও প্যান কার্ড কীভাবে লক করা যায়।
5/9

আধার কার্ড জারি করার সময়, UIDAI একটি অনন্য 12 অঙ্কের নম্বর জারি করে। যা বাতিল করা যায় না। তবে কোনও ব্যক্তির মৃত্যুর পর আধারের বায়োমেট্রিক তথ্য লক করার সুবিধা অবশ্যই পাওয়া যায়। এটি আধারের অপব্যবহার রোধ করে।
6/9

আধার লক করতে, আপনি UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। এখানে MY Aadhaar বিকল্পটি নির্বাচন করুন। এর পরে এখানে আপনি 12 অঙ্কের আধার নম্বর লিখুন।
7/9

তারপরে আপনি সেই ব্যক্তির নাম ও পিন লিখুন। এর পরে সিকিউরিটি কোড পূরণ করুন। পরে রেডিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এটি এন্টার করুন।
8/9

এই কাজ করলেই আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে। তাহলে কেউ এর অপব্যবহার করতে পারবে না।
9/9

মৃত ব্যক্তির প্যান কার্ড ইন্যাকটিভ করার জন্য আপনাকে আয়কর বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্যান কার্ডের সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্ট অন্যের নামে ট্রান্সফার করুন। তারপরে ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে এটি নিষ্ক্রিয় করুন।
Published at : 13 Jun 2022 06:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
