এক্সপ্লোর
Jeevan Jyoti Bima Yojana: মাসে ৩৬ টাকা দিয়েই মিলবে ২ লাখের বিমা ! সরকার দিচ্ছে এই সুবিধে
PM Jeevan Jyoti Bima Yojana: দুর্ঘটনায় পরিবারের কর্তার মৃত্যু হলে এই বিমা করানো থাকলে কভারেজ বাবদ ২ লক্ষ টাকা পেতে পারে মৃতের পরিবার।
বিমার সুবিধে দিচ্ছে সরকারের এই স্কিম
1/9

কেন্দ্র সরকার দেশের অভাবী এবং অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের সুবিধের জন্য একটি বিশেষ বিমা প্রকল্প চালু করেছে অনেক বছর আগেই।
2/9

দুর্ঘটনায় পরিবারের কর্তার মৃত্যু হলে এই বিমা করানো থাকলে কভারেজ বাবদ ২ লক্ষ টাকা পেতে পারে মৃতের পরিবার।
3/9

আজকালকার অনিশ্চয়তার দিনে বিমা করিয়ে রাখা খুবই জরুরি। এতে পরিবারকে নিরাপদে রাখা যায়।
4/9

আর এই কারণেই সরকারের তরফে চালু করা হয়েছিল জীবন জ্যোতি বিমা প্রকল্প। এতে বছরে মাত্র ৪৩৬ টাকা দিয়েই আপনি ২ লক্ষ টাকার বিমা পেতে পারেন।
5/9

২০১৫ সালে শুরু হয়েছিল এই প্রকল্প। এই ১০ বছরে এই বিমা যোজনায় নাম নথিভুক্ত করিয়েছেন ১৭ কোটি মানুষ।
6/9

১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কোনও নাগরিক এই বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারেন। একটি প্রিমিয়ামে এক বছরের বিমা কভারেজ পাওয়া যায়।
7/9

এই কভারেজ ১ জুন থেকে পরের বছরের ৩১ মে পর্যন্ত বৈধ থাকে। প্রতি বছর এই স্কিমে আপনাকে রিনিউয়াল করাতে হবে।
8/9

বিমাকৃত ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সরকারের নিয়মে এই বিমার টাকা ব্যক্তির নমিনির হাতে তুলে দেওয়া হবে।
9/9

এই স্কিমে নাম লেখাতে চাইলে নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কে গিয়ে ফর্ম পূরণ করে সমস্ত জরুরি নথি একত্রিত করে জমা করতে হবে।
Published at : 17 Jun 2025 02:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















