এক্সপ্লোর
Post Office Saving Scheme: এই পোস্ট অফিস স্কিমে রাখুন ১০০০ টাকা, পাবেন দারুণ রিটার্ন
Saving_Scheme: এই স্কিম দেবে সঞ্চয়ের পাশাপাশি আর্থিক সুরক্ষা, জেনে নিন নাম।
1/8
![Post Office Scheme For Good Returns: আজও দেশের একটা বড় অংশ পোস্ট অফিস প্রকল্পের উপর বিশ্বাস রাখে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। এই স্কিমগুলির মাধ্যমে ভাল রিটার্নের সুযোগ দিচ্ছে পোস্ট অফিস। দেখে নিন এমনই একটি সুবর্ণ সুযোগ।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
Post Office Scheme For Good Returns: আজও দেশের একটা বড় অংশ পোস্ট অফিস প্রকল্পের উপর বিশ্বাস রাখে। গ্রাহকদের জন্য বিভিন্ন আকর্ষণীয় স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিস। এই স্কিমগুলির মাধ্যমে ভাল রিটার্নের সুযোগ দিচ্ছে পোস্ট অফিস। দেখে নিন এমনই একটি সুবর্ণ সুযোগ।
2/8
![এই পোস্ট অফিস স্কিমে আপনি মাত্র 1,000 টাকা বিনিয়োগ করে প্রায় 1389.49 টাকা রিটার্ন পাবেন। এই স্কিমটি হল পোস্ট অফিসের (National Savings Certificates৷ এই স্কিমকে NSC স্কিমও বলা হয়৷](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এই পোস্ট অফিস স্কিমে আপনি মাত্র 1,000 টাকা বিনিয়োগ করে প্রায় 1389.49 টাকা রিটার্ন পাবেন। এই স্কিমটি হল পোস্ট অফিসের (National Savings Certificates৷ এই স্কিমকে NSC স্কিমও বলা হয়৷
3/8
![কেন্দ্রীয় সরকারের এই ছোট সঞ্চয় প্রকল্প পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়। এই স্কিমে বিনিয়োগকারীরা 6.8% (NSC রেট অফ ইন্টারেস্ট) সুদের হার পান। আপনি এই স্কিমের মাধ্যমে নিশ্চিত রিটার্নও পাবেন। যার অর্থ হল, এই স্কিমে আপনার টাকা একেবারে নিরাপদ। (PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
কেন্দ্রীয় সরকারের এই ছোট সঞ্চয় প্রকল্প পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়। এই স্কিমে বিনিয়োগকারীরা 6.8% (NSC রেট অফ ইন্টারেস্ট) সুদের হার পান। আপনি এই স্কিমের মাধ্যমে নিশ্চিত রিটার্নও পাবেন। যার অর্থ হল, এই স্কিমে আপনার টাকা একেবারে নিরাপদ। (PC: Freepik)
4/8
![আপনি National Savings Certificate প্রকল্পে বিনিয়োগ করে প্রচুর আয়কর ছাড় পাবেন। এর সঙ্গে এই স্কিমটি নেওয়ার সময় নির্ধারিত সুদের হার পুরো স্কিম জুড়ে প্রযোজ্য থাকে। (PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আপনি National Savings Certificate প্রকল্পে বিনিয়োগ করে প্রচুর আয়কর ছাড় পাবেন। এর সঙ্গে এই স্কিমটি নেওয়ার সময় নির্ধারিত সুদের হার পুরো স্কিম জুড়ে প্রযোজ্য থাকে। (PC: Freepik)
5/8
![আপনি যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 1,000 টাকা বিনিয়োগ করতে হবে। এটি আপনার উপর নির্ভর করে আপনি কতটা বিনিয়োগ করতে চান। আপনি চাইলে 100-র গুণিতকে এখানে বিনিয়োগ করতে পারেন।(PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
আপনি যদি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে কমপক্ষে 1,000 টাকা বিনিয়োগ করতে হবে। এটি আপনার উপর নির্ভর করে আপনি কতটা বিনিয়োগ করতে চান। আপনি চাইলে 100-র গুণিতকে এখানে বিনিয়োগ করতে পারেন।(PC: Freepik)
6/8
![এই স্কিমে বিনিয়োগ করার পরে আপনি মেয়াদপূর্তির পঞ্চম বছরে বা শেষ বছরে এই পরিমাণ পুনঃবিনিয়োগ করতে পারবেন না। এটি আপনার আয়ের সঙ্গে যোগ হবে। আপনাকে এর ওপর ট্যাক্স দিতে হবে। (PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এই স্কিমে বিনিয়োগ করার পরে আপনি মেয়াদপূর্তির পঞ্চম বছরে বা শেষ বছরে এই পরিমাণ পুনঃবিনিয়োগ করতে পারবেন না। এটি আপনার আয়ের সঙ্গে যোগ হবে। আপনাকে এর ওপর ট্যাক্স দিতে হবে। (PC: Freepik)
7/8
![এই স্কিমে আপনি প্রতি বছর সুদ পাবেন না। আপনি একবারে সব টাকা পাবেন। স্কিমের ওপর পুরো অর্থের সুদ মেয়াদপূর্তির সময়ে আপনার অ্যাকাউন্টে জমা করা হবে।(PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
এই স্কিমে আপনি প্রতি বছর সুদ পাবেন না। আপনি একবারে সব টাকা পাবেন। স্কিমের ওপর পুরো অর্থের সুদ মেয়াদপূর্তির সময়ে আপনার অ্যাকাউন্টে জমা করা হবে।(PC: Freepik)
8/8
![NSC (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট) এ বিনিয়োগ করে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। আয়করের ধারা 80C এখানে প্রযোজ্য হবে।(PC: Freepik)](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
NSC (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট) এ বিনিয়োগ করে আপনি 1.5 লাখ টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। আয়করের ধারা 80C এখানে প্রযোজ্য হবে।(PC: Freepik)
Published at : 10 Jan 2022 02:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)