Gram Suraksha scheme: দিনে ৫০ টাকা দিয়ে পান ৩৫ লক্ষ, জেনে নিন কী এই স্কিম
By : abp ananda | Updated at : 31 Dec 2021 01:45 AM (IST)
Gram Suraksha scheme কারা করতে পারবেন ?
1/6
Post Office Scheme: সরকারি ভরসার পাশাপাশি পাবেন ঝুঁকিহীন বিনিয়োগের সুযোগ। পোস্ট অফিসের (Post Office Scheme) এই স্কিম আপনাকে দেবে ছোট বিনিয়োগে বড় তহবিলের আশ্বাস। জেনে নিন কী এই গ্রাম সুরক্ষা যোজনা (Gram Suraksha scheme)।
2/6
Gram Suraksha scheme আসলে কী ? পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা স্কিম আসলে একটি বিমা প্রকল্প। এই যোজনায় আপনি প্রতিদিন মাত্র ৫০ টাকা জমিয়ে (প্রতি মাসে ১৫০০ টাকা) পেতে পারেন ৩৫ লাখ টাকা। জেনে নিন স্কিমের খুঁটিনাটি।
3/6
Gram Suraksha scheme কারা করতে পারবেন ? পোস্ট অফিসের (Post Office Scheme) গ্রাম সুরক্ষা যোজনার (Gram Suraksha scheme) মাধ্যমে ৮০ বছরে প্রতিশ্রুতি দেওয়া অর্থের পাশাপাশি পাওয়া যাবে বোনাস। আমানতকারী নিজে বেঁচে থাকলে এই অর্থ পাবেন। অন্যথায় তাঁর আইনি উত্তরাধিকারী বা নমিনি জমা করা অর্থ পাবেন। ১৯ থেকে ৫৫ বছরের যেকোনও ভারতীয় নাগরিক এই বিমা স্কিমে টাকা জমাতে পারবেন।
4/6
Post Office Scheme কত টাকা জমা দিতে হবে ? এই যোজনার অধীনে সর্বনিম্ন বিমার অর্থ ১০,০০০ টাকা। আমানতকারীরা চাইলেই ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমার অর্থ বাড়াতে পারেন। এই যোজনায় মাসিক, ত্রৈমাসিক, অর্ধবর্ষ ও বার্ষিক স্কিমে টাকা জমা দিতে পারেন গ্রাহক। প্রিমিয়াম জমা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয় বিনিয়োগকারীকে। কোনও কারণে পলিসি বন্ধ হয়ে গেলেও পুরোনা প্রিমিয়াম দিয়ে ফের পলিসি শুরু করতে পারেন গ্রাহক।
5/6
কী সুবিধা পাওয়া যায় Post Office-এর এই স্কিমে ? পলিসি শুরু হওয়ার চার বছর পর থেকে ঋণ নিতে পারবেন পলিসি হোল্ডার। গ্রাহক চাইলেই তিন বছর পর এই পলিসি সারেন্ডার করতে পারেন।যদিও সেই ক্ষেত্রে পলিসির সুবিধা পাবেন না আমানতকারী। এই পলিসির সব থেকে আকর্ষণের বিষয় ইন্ডিয়া পোস্টের (India Post) দেওয়া বোনাস। গত বছরের বোনাস বলছে, প্রতি হাজার টাকায় ৬৫ টাকা বোনাস দিয়েছে Gram Suraksha scheme।
6/6
কীভাবে পাবেন ৩৫ লক্ষ ? যদি কোনও ব্যক্তি ১৯ বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ করেন ও ১০ লক্ষ টাকার একটি পলিসি কেনেন, তাহলে তার মাসিক প্রিমিয়াম হবে ৫৫ বছরের জন্য ১৫১৫ টাকা। ৫৮ বছরের জন্য ১৪৬৩ টাকা ৬০ বছরের জন্য ১৪১১ টাকা৷ এই পরিস্থিতিতে ক্রেতা ৫৫ বছরের জন্য ৩১.৬০ লক্ষ টাকা, ৫৮ বছরের জন্য ৩৩.৪০ লক্ষ টাকা ও ৬০ বছরের জন্য ৩৪.৬০ লক্ষ টাকা ম্যাচুরিটির সুবিধা পাবেন।