এক্সপ্লোর
PPF Rules: বিনিয়োগে ভরসা PPF? সেখানে এই ভুল হচ্ছে না তো?
PPF Account: বেশ কিছু শর্ত মেনে চলতে হয় এই বিনিয়োগের ক্ষেত্রে। তা না মানলেই হবে সমস্যা।

নিজস্ব চিত্র
1/10

বিনিয়োগের জন্য অন্যতম ভরসার জায়গা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ভাল সুদের হার এবং আমানতের সুরক্ষা, এই দুটি কারণেই পছন্দ PPF
2/10

দীর্ঘমেয়াদি বিনিয়োগগুলির মধ্যে অন্যতম PPF, এখন এতে সুদের পরিমাণ ৭.১ শতাংশ। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণে রিটার্নও ভাল মেলে।
3/10

অন্তত ১৫ বছরের জন্য জমাতেই হয় PPF. এক বছরে সর্বাধিক দেড় লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন উপভোক্তা।
4/10

PPF অ্যাকাউন্টের ক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হয়। কিছু কিছু ভুল করলে PPF অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা Deactivate হয়ে যায়।
5/10

একজন ব্যক্তি একটিমাত্র PPF অ্যাকাউন্ট খুলতে পারেন। একাধিক PPF অ্যাকাউন্ট খোলা যায় না।
6/10

যদি কোনও দম্পতির এক সন্তান থাকেন, সেই সন্তানের জন্য একজন অভিভাবক PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন। ২জনে আলাদা করে একই সন্তানের জন্য PPF অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
7/10

একটি আর্থিক বছরে মোট দেড় লক্ষ টাকা পর্যন্ত জমানো যায় একটি PPF অ্যাকাউন্টে, তার চেয়ে বেশি টাকা দিয়ে ফেললে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়।
8/10

জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে PPF অ্যাকাউন্ট খোলা যায় না। এমনটা করলেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিস সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে
9/10

অন্তত ১৫ বছরের জন্য একটি পিপিএফ অ্যাকাউন্ট চালাতে হয়। তারপরে বিনিয়োগ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দফায় দফায় সেটির মেয়াদ বৃদ্ধি করা যায়।
10/10

কিন্তু তার জন্য আগে থেকে আবেদন করতে হয়, ব্য়াঙ্ক বা পোস্ট অফিসে না জানিয়ে বিনিয়োগ চালিয়ে গেলে ওই অ্যাকাউন্ট Inactive করে দেওয়া হয়।
Published at : 01 Sep 2023 07:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
