এক্সপ্লোর
Railway Refund Rule: ট্রেন কতক্ষণ দেরি করলে টিকিটের পুরো টাকাই ফেরত দেয় রেল ? জানুন আসল নিয়ম
Railway Refund Rules for Train Late: আপনি রিজার্ভেশনেও যেতে পারেন ট্রেনে, কিংবা অসংরক্ষিত জেনারেল কামরাতেও ভ্রমণ করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেটের কারণে টিকিট ক্যান্সেল করাতে হয় যাত্রীর।
ট্রেন কত ঘণ্টা লেট হলে আপনি পাবেন পুরো টিকিটের টাকা রিফান্ড ?
1/10

ভারতের বিভিন্ন রাজ্যে ট্রেন লেট করা নিয়ে যাত্রীদের মধ্যে বেশিরভাগেরই ক্ষোভ রয়েছে। অনেক সময়েই দেখা যায় সঠিক সময়ে ট্রেন না আসার কারণে যাত্রীদের কাজের ক্ষতি হয়।
2/10

জানেন কি একটি নির্দিষ্ট সময়ের বেশি ট্রেন লেট করার জন্য রেলওয়ের পক্ষ থেকে আপনি টিকিটের টাকা পুরোটাই ফেরত পেতে পারেন ?
3/10

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে ব্যবস্থা রয়েছে ভারতে। দিনে প্রায় ২.৫ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। অস্ট্রেলিয়ার জনসংখ্যার সমান এই সংখ্যাটা।
4/10

কোথাও দূরে যাওয়ার জন্য বহু মানুষই ভরসা করেন ট্রেনের উপরে, ট্রেনের যাত্রা অনেক দ্রুত, সহজ এবং খানিক আরামদায়ক হয়।
5/10

আপনি রিজার্ভেশনেও যেতে পারেন ট্রেনে, কিংবা অসংরক্ষিত জেনারেল কামরাতেও ভ্রমণ করতে পারেন। তবে অনেক সময় ট্রেন লেটের কারণে টিকিট ক্যান্সেল করাতে হয় যাত্রীর।
6/10

ভারতীয় রেলওয়ের নিয়মানুসারে ট্রেন যদি ৩ ঘণ্টা বা তার বেশি সময় লেট করে থাকে তাহলে আপনি আপনার টিকিটের টাকা পুরোটাই ফেরত পেতে পারেন।
7/10

এক্ষেত্রে মাথায় রাখতে হবে এই নিয়ম কেবলমাত্র তৎকাল টিকিটের জন্য প্রযোজ্য। এভাবে টিকিট কেটে তা কনফার্ম হয়ে থাকলে, ট্রেম লেটের জন্য টিকিটের টাকা ফেরত পাওয়া যায়।
8/10

ট্রেন লেটের জন্য টিকিট ক্যান্সেল করতে হবে, তারপর আপনাকে জমা করতে হবে টিকিট ডিপোজিট রিসিপ্ট। IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটেই এই কাজ করতে পারবেন আপনি।
9/10

সাধারণত এই রিফান্ডের আবেদন করার ৫ থেকে ৭ দিনের মধ্যেই টিকিটের টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা হয়ে যায়।
10/10

আর যদি ন্যূনতম ৯০ দিনের মধ্যেও এই টাকা আপনার অ্যাকাউন্টে জমা না হয়, তাহলে আপনি অভিযোগ দায়ের করতে পারেন।
Published at : 07 Mar 2025 01:32 PM (IST)
View More
Advertisement
Advertisement























