এক্সপ্লোর
FD Rates Hike: শীঘ্রই আরও সুদ ! এখনই বিনিয়োগ নয় এফডিতে
Fixed Deposit Rate: এখনই স্থায়ী আমানতে বিনিয়োগ করতে গেলে 'ঠকবেন '! বুধবার রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে রেপো রেট বৃদ্ধি করতেই ফের বাড়তে চলেছে ফিক্সড ডিপোজিটের সুদের হার।
Fixed Deposit Rate
1/10

এখনই স্থায়ী আমানতে বিনিয়োগ করতে গেলে 'ঠকবেন '! বুধবার রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে রেপো রেট বৃদ্ধি করতেই ফের বাড়তে চলেছে ফিক্সড ডিপোজিটের সুদের হার। শীঘ্রই অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে এই কাজ করতে পারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি।
2/10

কিছুদিন অপেক্ষা করলেই আরও বেশি সুদ পাবেন আপনি। বিশেষজ্ঞরা বলছেন,চলতি মাসেই ৯-১০ শতাংশের কাছে চলে যেতে পারে এফডি-তে সুদের হার।
3/10

গত মাসেই আইসিআইসিআই , আরবিএল , অ্যাক্সিস ,আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলি আমানতের সুদের হার বাড়ানোর ঘোষণা করেছিল। সরকারি ব্যাঙ্কগুলিও আমানতের হার বাড়িয়েছে। বর্তমানে ICICI ব্যাঙ্ক তার কিছু আমানতের উপর 7.15 শতাংশ সুদ দিচ্ছে।
4/10

পিছিয়ে নেই RBLব্যাঙ্ক। FD-তে 7.55 শতাংশের ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। গতবারের রেপো রেট ঘোষণার পরই আমানতকারীদের আকৃষ্ট করতে ব্যাঙ্কগুলির মধ্যে চলছে প্রতিযোগিতা।
5/10

সোমবার বন্ধন ব্যাঙ্ক জানিয়েছে, এখন থেকে ব্যাঙ্কের স্থায়ী আমানতে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা ৮.৫ শতাংশ সুদের সুবিধা পাবেন। সেই ক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ব্যাঙ্কে স্থায়ী আমানত করার জন্য ৮ শতাংশ সুদ পাবেন।
6/10

সুদ বাড়ানোর পর, এখন প্রবীণ নাগরিকরা ৮.৫ শতাংশ হারে ও অন্যান্য নাগরিকরা ৬০০ দিনের মেয়াদের ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (FD) বার্ষিক ৮ শতাংশ হারে সুদ পাবেন।
7/10

একইভাবে, ১ বছর মেয়াদি স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। যার অর্থ এখন বন্ধন ব্যাঙ্কে ০.৫ শতাংশ অতিরিক্ত সুদের সুবিধা পাবেন প্রবীণ নাগরিকরা। আজ থেকে এসব নতুন দর কার্যকর করেছে ব্যাঙ্ক।
8/10

সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 999 দিনের এফডিতে সাধারণ মানুষকে 8.51 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 8.76 শতাংশ সুদ দিচ্ছে।
9/10

ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 181 ও 501 দিনে সাধারণ মানুষকে 8.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 9.00 শতাংশ সুদ দিচ্ছে।
10/10

Utkarsh Small Finance Bank 700 দিনের FD-এ সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ ও বয়স্ক নাগরিকদের জন্য 9 শতাংশ সুদ দিচ্ছে৷
Published at : 10 Feb 2023 11:57 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























