এক্সপ্লোর
SBI Charges: এটিএম থেকে বার-বার টাকা তুলছেন ? জেনে নিন, কোন পরিষেবায় কত চার্জ কাটে SBI
SBI
1/10

এটিএমে (ATM) টাকা তোলা থেকে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য নির্দিষ্ট টাকা নেয় সব ব্যাঙ্ক। সেই ক্ষেত্রে গ্রাহক ন্যূনতম অ্যাকাউন্ট ব্যালেন্স না রাখলেও করা হয় জরিমানা। সরকারি-বেসরকারি সব ব্যাঙ্কের ক্ষেত্রেই প্রয়োজ্য এই নিয়ম। জেনে নিন, স্টেট ব্যাঙ্ক (SBI) 'ফিন্যান্সিয়াল' ও 'নন-ফিন্যান্সিয়াল' লেনদেনের জন্য ঠিক কত চার্জ নেয়।
2/10

আগে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স না রাখলেই জরিমানা করত SBI। ২০২০ সালের মার্চ থেকে বন্ধ হয়েছে এই জরিমানা। ব্যাঙ্কের ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে SBI। আগে এসবিআই শাখার উপর নির্ভর করে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য ৫-১৫ টাকা জরিমানা করত স্টেট ব্যাঙ্ক। মেট্রো, শহরতলি বা গ্রামীণ অঞ্চলে নেওয়া হত আলাদা চার্জ।
Published at : 15 Jul 2022 07:29 AM (IST)
আরও দেখুন






















