এক্সপ্লোর
SBI Card : দেরি করলে সুযোগ হারাবেন, স্টেট ব্যাঙ্কের কার্ডে পাবেন ২২ শতাংশ ক্যাশব্যাক
State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।
![State Bank Of India: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/bf081731e574667b19555ff0c68ded1c1664464171076394_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
SBI
1/9
![স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। আপনি যদি এই মরসুমে কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তবে SBI কার্ডে ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার সম্পর্কে জেনে নিন।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে আপনার জন্য রয়েছে দারুণ অফার। উৎসব উপলক্ষ্যে দেশজুড়ে এই সুবিধা দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। আপনি যদি এই মরসুমে কেনাকাটার পরিকল্পনা করে থাকেন, তবে SBI কার্ডে ক্যাশব্যাক সহ বিভিন্ন অফার সম্পর্কে জেনে নিন।
2/9
![SBI কার্ড তার গ্রাহকদের উত্সবের মরসুমে কেনাকাটায় বিশাল ক্যাশব্যাক অফার দিচ্ছে। কেনাকাটায় গ্রাহকরা ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাকও পাবেন। এই অফারটি অনলাইন ও অফলাইন উভয় কেনাকাটায় পাওয়া যাবে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
SBI কার্ড তার গ্রাহকদের উত্সবের মরসুমে কেনাকাটায় বিশাল ক্যাশব্যাক অফার দিচ্ছে। কেনাকাটায় গ্রাহকরা ছাড়ের পাশাপাশি ক্যাশব্যাকও পাবেন। এই অফারটি অনলাইন ও অফলাইন উভয় কেনাকাটায় পাওয়া যাবে।
3/9
![গ্রাহকরা ৩১ অক্টোবর পর্যন্ত SBI কার্ডের এই ক্যাশব্যাক অফারের সুবিধা নিতে পারবেন। আপনিও যদি কেনাকাটায় ক্যাশব্যাক পেতে চান, তাহলে দেরি না করে আপনার কেনাকাটার তালিকা প্রস্তুত করুন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/505254776921acdf23affdd1db4c5f70288cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গ্রাহকরা ৩১ অক্টোবর পর্যন্ত SBI কার্ডের এই ক্যাশব্যাক অফারের সুবিধা নিতে পারবেন। আপনিও যদি কেনাকাটায় ক্যাশব্যাক পেতে চান, তাহলে দেরি না করে আপনার কেনাকাটার তালিকা প্রস্তুত করুন।
4/9
![এই অফারটি ইলেকট্রনিক পণ্য, মোবাইল, ফ্যাশন, লাইফস্টাইল, জুয়েলারি অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনার ক্ষেত্রে পাওয়া যাবে। SBI কার্ডগুলি এই অফারের জন্য দেশের ছোট ও বড় শহরগুলিকে টায়ার 1, টায়ার 2 ও টিয়ার 3 বিভাগে ভাগ করেছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/a04b53654b29c0e5995af2a9c8dc60ad6e683.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই অফারটি ইলেকট্রনিক পণ্য, মোবাইল, ফ্যাশন, লাইফস্টাইল, জুয়েলারি অনলাইন ই-কমার্স ওয়েবসাইট থেকে কেনার ক্ষেত্রে পাওয়া যাবে। SBI কার্ডগুলি এই অফারের জন্য দেশের ছোট ও বড় শহরগুলিকে টায়ার 1, টায়ার 2 ও টিয়ার 3 বিভাগে ভাগ করেছে।
5/9
![SBI কার্ডের তরফে সারা দেশের আড়াই হাজারেরও বেশি শহরে ৭০টি জাতীয় ও ১৫৫০টি আঞ্চলিক ও স্থানীয় অফার দেওয়া হচ্ছে। এই উত্সব অফারের অধীনে, গ্রাহকরা বিভিন্ন পার্টনার ব্র্যান্ড থেকে কেনাকাটায় ২২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/29/67ec0746a9cff68a1f46fd5da30726a38dd2b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
SBI কার্ডের তরফে সারা দেশের আড়াই হাজারেরও বেশি শহরে ৭০টি জাতীয় ও ১৫৫০টি আঞ্চলিক ও স্থানীয় অফার দেওয়া হচ্ছে। এই উত্সব অফারের অধীনে, গ্রাহকরা বিভিন্ন পার্টনার ব্র্যান্ড থেকে কেনাকাটায় ২২.৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।
6/9
![অ্যামাজন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য এসবিআই কার্ডস ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের সঙ্গে জোট বেঁধেছে। এই উত্সব সেল বছরের সবচেয়ে বড় অনলাইন অফার, যা ৩ অক্টোবর2022 পর্যন্ত চলবে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অ্যামাজন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের জন্য এসবিআই কার্ডস ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের সঙ্গে জোট বেঁধেছে। এই উত্সব সেল বছরের সবচেয়ে বড় অনলাইন অফার, যা ৩ অক্টোবর2022 পর্যন্ত চলবে।
7/9
![ছাড়াও, কোম্পানি Flipkart, Samsung Mobile, Reliance Trends, Pantaloons, Raymonds, LG, Samsung (Samsung), Sony, HP ছাড়াও HP এর মতো ২০ টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ছাড়াও, কোম্পানি Flipkart, Samsung Mobile, Reliance Trends, Pantaloons, Raymonds, LG, Samsung (Samsung), Sony, HP ছাড়াও HP এর মতো ২০ টিরও বেশি ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে।
8/9
![বেঁধেছে। মেক মাই ট্রিপ, গোইবিবো, বিশাল মেগামার্ট, রিলায়েন্সেও পাবেন এই কার্ডের সুবিধা।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
বেঁধেছে। মেক মাই ট্রিপ, গোইবিবো, বিশাল মেগামার্ট, রিলায়েন্সেও পাবেন এই কার্ডের সুবিধা।
9/9
![তবে স্টেট ব্যাঙ্কের কার্ড ছাড়াও আরও ব্যাঙ্ক পুজোর মরসুমে দিচ্ছে দারুণ ছাড়। ক্যাশব্যাক ছাড়াও রয়েছে অন্যান্য অফার।](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
তবে স্টেট ব্যাঙ্কের কার্ড ছাড়াও আরও ব্যাঙ্ক পুজোর মরসুমে দিচ্ছে দারুণ ছাড়। ক্যাশব্যাক ছাড়াও রয়েছে অন্যান্য অফার।
Published at : 29 Sep 2022 08:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)