এক্সপ্লোর
বাড়িতে ফেলে এসেছেন ATM কার্ড ? তারপরেও টাকা তুলতে পারবেন ATM থেকে, কীভাবে ?
ATM কার্ডের সাহায্যে ATM থেকে টাকা তো আমি, আপনি প্রায়ই তুলে থাকি। আপনি এখন নিশ্চয়ই জানেন, যে ATM কার্ড ছাড়াও আমরা ATM থেকে প্রয়োজনীয় টাকা তুলে নিতে পারি
পদ্ধতিটির সুবিধা রয়েছে অনেক, কী কী ? দেখে নিন
1/12

ধরুন, কোনও কারণে আপনি ATM কার্ডটি বাড়িতে ফেলে বেরিয়ে এসেছেন। রাস্তায় মনে পড়ল, জরুরি প্রয়োজনে টাকা তোলার কথা। বাড়িতে ফিরে যাওয়ারও উপায় নেই। চিন্তার কোনও কারণ নেই।
2/12

দেখুন তো আপনি স্মার্ট ফোনটি সঙ্গে এনেছেন কি না ! এনেছেন ? তাহলে চিন্তামুক্ত হয়ে যান। আপনার জরুরি প্রয়োজনের টাকাটুকু আপনি স্মার্টফোনের সাহায্যেই ATM থেকে তুলে নিতে পারবেন।
3/12

আপনি নিশ্চয়ই অনলাইন কেনাকাটার জন্য আপনার ব্যাঙ্কের UPI অ্যাপ বা পেটিএম, ফোন পে, গুগল পে-র মত UPI অ্যাপ ব্যবহার করে থাকেন ? ওই অ্যাপই হয়ে উঠবে এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার মুশকিল আসান।
4/12

কার্ড ছাড়াই কয়েকটা স্টেপ মেনে আপনি আপনার UPI অ্যাপ দিয়ে এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন। এই পদ্ধতিটি সরকার নিয়ন্ত্রিত এবং একেবারে সুরক্ষিত। প্রথমে কাছাকাছি একটি ATM-এ চলে যান। স্মার্টফোনটি বের করুন। দেখে নিন ইন্টারনেট অন আছে কি না। এবার আপনার ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত UPI অ্যাপটি খুলুন।
5/12

এবার ATM - এ স্ক্রিনের নির্দেশিকার দিকে নজর করুন। ‘UPI cash withdrawal’ মেসেজটি দেখার চেষ্টা করুন বা খুঁজে বের করুন। ইউপিআই ক্যাশ উইথড্রয়াল - কথাটি দেখার পর বিকল্পটি সিলেক্ট করুন।
6/12

ATM- স্ক্রিনের ‘UPI cash withdrawal’ বিকল্পটিতে ক্লিক করার পর আপনাকে কত টাকা তুলবেন সেই মেসেজটি ফোনে দেখাবে। নিয়ম অনুযায়ী, একেবারে ১০ হাজার টাকা পর্যন্ত আপনি UPI অ্যাপের মাধ্যমে তুলতে পারবেন। তাই, নিয়ম মতো টাকার অঙ্কটি লিখুন। এবার ATM- স্ক্রিনে আপনি দেখতে পাবেন একটি QR কোড।
7/12

আপনার স্মার্টফোনের UPI অ্যাপের সাহায্যে ওই QR কোডটি স্ক্যান করতে হবে আপনাকে। পরে UPI পিন চেয়ে ফোনের স্ক্রিনে ফুটে উঠবে মেসেজ। PIN-টি দিতে হবে।
8/12

ব্যাস, টাকা বের হওয়ার শব্দ শুনতে পাবেন ATM - এ। সহজেই আপনার হাতে চলে আসবে টাকা। এই পদ্ধতিটির সুবিধা রয়েছে অনেক। প্রথমত, ATM কার্ড বয়ে বেড়ানোর ঝক্কি নেই। মনে রাখার দরকার নেই এটিএম পিন।
9/12

ATM কার্ডের তথ্য ব্যবহার করে যে স্ক্যাম করে গ্রাহকদের প্রতারণা করে প্রতারকরা, সেই ঝুঁকি থেকে মুক্তি। অনেক সময় এটিএম কার্ডের চিপ বা ম্যাগনেটিক তথ্য পড়তে পারে না এটিএম। UPI QR Withdrawal পদ্ধতিতে সেই যান্ত্রিক ত্রুটির অবকাশ নেই।
10/12

লেনদেন অনেক দ্রুত আর সহজভাবে সম্পন্ন হতে পারে। একাধিক অ্যাকাউন্ট UPI অ্যাপে সংযুক্ত থাকলেও আপনি টাকা তোলার সুবিধা নিতে পারবেন। তবে টাকা তোলার আগে আপনাকে দেখে নিতে হবে ATM-টিতে UPI -এর সাহায্যে টাকা তোলার সুবিধাটি রয়েছে কি না।
11/12

দেশের প্রায় সব প্রথম সারির ব্যাঙ্কের UPI - অ্যাপে এই সুবিধা দেওয়া হয়েছে।
12/12

যে ব্যাঙ্ক বা সংস্থায় এই সুবিধা রয়েছে, সেই সংক্রান্ত একটি তালিকা অনায়াসে দেখে নেওয়া যাবে NPCI - এর ওয়েবসাইটে।
Published at : 28 Mar 2025 09:31 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















