এক্সপ্লোর
Sim Swapping: হ্যাকারদের হাতে আপনার সিম, ফোনের দখলও তাদের হাতেই, প্রতারণার হাত থেকে কীভাবে বাঁচবেন?
Duplicate Sim: ডুপ্লিকেট সিম পাওয়া গেলে তা অন্য ডিভাইসে যুক্ত করলেই আপনার ফোনের সমস্ত অ্যাকসেস থাকবে হ্যাকারদের হাতে।
ফাইল ছবি
1/10

মোবাইলের সিম কার্ডের মাধ্যমেও প্রতারণার শিকার হতে পারেন আপনি। হ্যাকারদের হাতে থাকতে পারে আপনার ফোনের সিমের ডুপ্লিকেট ভার্সান।
2/10

প্রতারণার এই নতুন কৌশলের নাম সিম সোয়াপিং। কীভাবে এই নয়া কৌশলে হ্যাকাররা আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
3/10

আপনার ফোনে যে সিম রয়েছে তারই একটি ডুপ্লিকেট সিম রয়েছে বাজারে। বলা ভাল হ্যাকার বা স্ক্যামারদের হাতে। অথচ আপনি তা জানেনও না।
4/10

আপনার সিমের ডুপ্লিকেট যদি হ্যাকারদের হাতে থাকে তাহলে আপনার গোটা ফোনের অ্যাকসেস থাকবে তাদের কাছে। কোনও দু স্টেপ ভেরিফিকেশনের ব্যাপারও নেই।
5/10

সব তথ্য একদম খোলা বইয়ের মতো হাজির হবে হ্যাকারের হাতের মুঠোয়। আর তা নিয়ে যেভাবে ইচ্ছে আপনাকে প্রতারণা করতে পারে হ্যাকারদের দল।
6/10

নতুন সিম এক্ষেত্রে ডুপ্লিকেট পাওয়া গেলে তা অন্য ডিভাইসে যুক্ত করলেই আপনার ফোনের সমস্ত অ্যাকসেস থাকবে হ্যাকারদের হাতে।
7/10

আজকাল সকলেই অনলাইন ব্যাঙ্কিং করেন। অতএব হ্যাকারের হাতে পৌঁছবে ব্যাঙ্কিং ডিটেলস। এর সাহায্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা অন্যত্র পাঠাতে বেশি সময় লাগবে না হ্যাকারদের।
8/10

সবচেয়ে মুশকিল যে ওটিপি আপনার জানার কথা শুধু, সেটা চলে যাবে হ্যাকারের কাছেও। আর তার মাধ্যমেই প্রতারিত হবেন আপনি।
9/10

সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে নিজের ব্যক্তিগত তথ্য যতটা সম্ভব কম দিন। এর ফলে নিরাপদে থাকবেন আপনি। সন্দেহজনক কিছু চোখে পড়লে আর না এগোনোই মঙ্গলের।
10/10

যদি মাঝে মাঝেই দেখেন ফোনে টাওয়ার বা সিগনাল থাকছে না তাহলে সতর্ক হোন। ডুপ্লিকেট সিম অন্য ডিভাইসে যোগ করলে আপনার ফোনে থাকা সিম সিগনাল হারিয়ে ফেলবে। তাই এরকম গতিবিধি লক্ষ্য করলে সতর্ক হোন।
Published at : 16 Jul 2023 10:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























