বলিউডের ধারণা, সিনেমায় নাম করার আগেই বিয়ে করে ফেললে নায়ক বা নায়িকার জনপ্রিয়তা ধাক্কা খায়। কিন্তু মন কয়েকজন সেলেব আছেন যাঁরা এই সব গুজবে কান না দিয়ে আগে ভাগেই বিয়ে সেরে ফেলেছেন। দেখে নেওয়া যাক এমনই কয়েকজন তারকাকে।
2/6
দিওয়ানা ছবির মাধ্যমে ১৯৯২ সালে বলিউডে পা রাখেন শাহরুখ খান। দিওয়ানা-র জন্য ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনেতার সম্মান পান তিনি। কিন্তু বলিউডে পা রাখার আগে ১৯৯ সালেই তিনি বিয়ে করেন গৌরী ছিব্বারকে।
3/6
আয়ুষ্মান খুরানার প্রথম ছবি ভিকি ডোনার, মুক্তি পায় ২০১২-য়। ২০১১ সালে তিনি বিয়ে করেন পুরনো বান্ধবী তাহিরা কাশ্যপকে।
4/6
সেফ আলি খানের বলিউডে আসা আশিক আওয়ারা ছবি দিয়ে। ১৯৯৩-এ ছবিটি মুক্তি পায়। তার ২ বছর আগে তিনি বিয়ে করেন ১৩ বছরের বড়, অভিনেত্রী অমৃতা সিংহকে। ২০০৪ সালে ডিভোর্স হয়ে গিয়েছে তাঁদের।
5/6
আমির খান শিশু অভিনেতা হিসেবে বলিউডে ছিলেন। ১৯৮৮ সালে কয়ামত সে কয়ামত তক তাঁকে নায়ক হিসেবে জনপ্রিয়তা দেয়। ১৯৮৬ সালে তিনি বিয়ে করেন বান্ধবী রীনা দত্তকে। ২০১৬-য় ভেঙে যায় তাঁদের বিয়ে।
6/6
২০০১ সালে পেয়ার ইশক অওর মহব্বত ছবি দিয়ে বলিউডে পা রাখেন অর্জুন রামপাল। এর ৩ বছর আগে তিনি বিয়ে করেন মিস ইন্ডিয়া ও সুপার মডেল মেহর জেসিয়াকে। ২০১৮-য় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।