এক্সপ্লোর
31st March Deadline: ৩১ মার্চ শেষ দিন, এই কাজগুলি করতেই হবে
৩১ মার্চের আগে শেষ করতে হবে এই পাঁচটি কাজ,না হলে ভুগবেন
1/9

মার্চ মাস শেষ হতে আর কিছুদিন বাকি। ৩১ মার্চেই (March 31 Deadline)শেষ হবে চলতি অর্থবর্ষ । তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ (Personal Finance)শেষ করতে হবে। এই মাসের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজের মেয়াদ শেষ হবে। এই কাজগুলি তার আগে শেষ না করলে ভুগতে হবে আপনাকে।
2/9

31 মার্চের মধ্যে আপনাকে আয়কর সঞ্চয় সংক্রান্ত সব কাজ করতে হবে। এই সময়ের মধ্যেই আপনাকে আয়কর বাঁচানোর বিকল্প বেছে নিতে হবে। আয়ের উপর কর বাঁচাতে চাইলে এই কাজ করতে হবে আপনাকে। এদিকে ৩১ মার্চের পর এই কাজ করলে আয়কর থেকে ছাড় পাবেন না। তাই তার আগে এসব কাজ করা দরকার।
Published at : 22 Mar 2024 02:50 PM (IST)
আরও দেখুন






















