7th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! সরকারের কাছে পড়ল এই প্রস্তাব
By : ABP Ananda | Updated at : 20 Jun 2023 03:53 PM (IST)
Money
1/9
রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারি, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য অনুরোধ করেছে। মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) চলতি বছরে ৫০ শতাংশের ওপরে যেতে পারে বলে মনে করছে রেলের সংগঠন।
2/9
ইতিমধ্যেই এফই রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তাই শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয় শুরু হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
3/9
গত তিনটি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে, DA/DR মূল বেতনের 50 শতাংশ বা তার বেশি হলে ভবিষ্যতে বেতন সংশোধন করা উচিত, অন্তত তেমনই মনে করছে RSCWS। 30 মে অর্থ মন্ত্রকের কাছে একটি স্মারকলিপির মাধ্যমে এই আবেদন করেছে সোসাইটি।
4/9
ডিএ-তে সর্বশেষ সংশোধন করা হয়েছিল মার্চ মাসে। সেই সময় ৪ শতাংশ বৃদ্ধি করা হয় মহার্ঘ ভাতা। যা ১ জানুয়ারি, ২০২৩ থেকে কার্যকর হয়। ৪ শতাংশ বৃদ্ধির পরে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে ৪২ শতাংশ হয়।
5/9
এখন, সরকার যদি এইবারও ৪ শতাংশ ডিএ বাড়ায়, খবরের রিপোর্ট অনুসারে, জুলাই মাসে ডিএ বেড়ে ৪৬ শতাংশে হবে। আরও ৪ শতাংশ বৃদ্ধি যদি হয়, তবে DA কে মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করবে সরকার।মহার্ঘ ভাতা (DA) সরকারি কর্মচারীদের দেওয়া হয়, যখন মহার্ঘ ভাতা (DR) পেনশনভোগীদের জন্য।
6/9
স্মারকলিপিতে RSCWS বলেছে, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন তাড়াতাড়ি স্থাপন করা হোক ও কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের একটি অন্তর্বর্তীকালীন ত্রাণ দেওয়া হোক। 1-1-2024, মূল্যস্ফীতি এবং জিডিপির সঙ্গে আপেক্ষিকতার ক্ষতির কারণে তাদের বেতন এবং পেনশন হ্রাসের জন্য তাদের ক্ষতিপূরণ দিক সরকার ।
7/9
কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ভাল সুখবর ! আগামী মাস জুলাইতেই মহার্ঘ ভাতা (DA) বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। মিডিয়া রিপোর্ট বলছে, ক্রমবর্ধমান দামের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্ষতিপূরণ দিতে DA বৃদ্ধি ৩-৪ শতাংশ হারে হতে পারে।
8/9
সাধারণত মূল্যবৃদ্ধির হার অনুসারে বছরে দুবার ডিএ বাড়ানো হয় - জানুয়ারি ও জুলাইতে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সর্বশেষ ডিএ বৃদ্ধি ঘোষণা হয়েছিল 2023 সালের মার্চ মাসে, যা 1 জানুয়ারি 2023 থেকে কার্যকর হয়েছিল৷
9/9
সেই বৃদ্ধি অনুসারে, ডিএ 4 শতাংশ বাড়িয়ে 42 শতাংশ করা হয়েছিল৷ সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকার ডিএ 4 শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে, যার পরে ডিএ 46 শতাংশে বাড়বে।