এক্সপ্লোর
7th Pay Commission: শীঘ্রই অষ্টম বেতন কমিশন ! সরকারের কাছে পড়ল এই প্রস্তাব
Money
1/9

রেলওয়ে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ১ জানুয়ারি, ২০২৪ থেকে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য অনুরোধ করেছে। মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ্যতা ত্রাণ (DR) চলতি বছরে ৫০ শতাংশের ওপরে যেতে পারে বলে মনে করছে রেলের সংগঠন।
2/9

ইতিমধ্যেই এফই রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। তাই শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয় শুরু হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
Published at : 20 Jun 2023 03:53 PM (IST)
আরও দেখুন






















