এক্সপ্লোর
Aadhaar Card Update: আধার নম্বর চুরি হতে পারে ! কীভাবে গোপন রাখবেন নথি ?
aadhaar_card Update: প্রতারণর জাল থেকে বাঁচবেন কীভাবে ?
1/6

ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। তাই নিত্যদিন গ্রাহকের কার্ডের খবর পেতে জাল বিছায় প্রতারকরা। কীভাবে জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড (Aadhaar Card) ? পথ দেখাচ্ছে UIDAI কর্তৃপক্ষ।
2/6

প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি ‘Masked Aadhaar ID’ বা ভার্চুয়াল আইডি Virtual ID (VID)। ১৬ সংখ্যার নম্বর প্রকাশ্যে আনলেও জানা যাবে না গ্রাহকের গোপন তথ্য। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া-র Unique Identification Authority of India (UIDAI)-র মাধ্যমে যা সহজেই লাভ করতে পারেন আপনি।
Published at : 24 Nov 2021 06:37 PM (IST)
আরও দেখুন






















